আগরতলা: ত্রিপুরার রেশ এসে পৌঁছাল বাংলাতেও৷ সায়নী ঘোষকে ত্রিপুরায় গ্রেফতারের প্রতিবাদে সোমবার পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রতীকি বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস৷
ঘটনার প্রতিবাদে এদিন বাঁকুড়ার মেজিয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের নেতা কর্মীরা মেজিয়ায় মিছিল করেন৷ পরে বাঁকুড়া- রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের উপর স্থানীয় স্কুল মোড়ে প্রায় দশমিনিট প্রতীকি পথ অবরোধের শামিল হন তাঁরা। বিক্ষোভ সংগঠিত হতে দেখা যায় বর্ধমান, মেদিনীপুরেও৷ দক্ষিণ ২৪ পরগণায় সাগরের অন্যতম ব্যস্ত রাস্তার উপর সকাল থেকে কয়েক শো তৃণমূল কর্মী সমর্থকরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী সায়নী ঘোষের মুক্তির দাবিতে সাগরে রাস্তার উপরে উঠে টায়ার জ্বালিয়ে,বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা৷
সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের চকফুলডুবি মন্দিরতলা বাজারে সাগর ব্লকের মুড়িগঙ্গা দুই অঞ্চলে এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়৷ এভাবে টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে মানুষকে কেন হয়রানি করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির স্থানীয় নেতৃত্বের একাংশ৷ যার ফলে এলাকার পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
শুধু পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরায় সায়নীকে গ্রেফতারের প্রতিবাদে এদিন সকাল থেকে দিল্লিতে তপ্ত সংসদ চত্বর৷ সেখানে বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূল বিধায়কেরা৷ বিক্ষোভ দেখানো হয় নর্থ ব্লকেও৷ প্রসঙ্গত, ত্রিপুরার পুলিশ শাসকের দলদাস হয়ে কাজ করছে, এলাকায় আইন শৃঙ্খলার পরিস্থিতি নেই এই অভিযোগে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তৃণমূ সাংসদেরা৷ কিন্তু তাঁদের সঙ্গে কথা তো দূরে থাক, ন্যনূতম দেখা করার সৌজন্যটুকু দেখাননি অমিত শাহ৷ তারই প্রতিবাদে বিক্ষোভে সামিল হন তৃণমূল সাংসদেরা৷