অল্পের জন্য প্রাণে বাঁচলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

কলকাতা: অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ ডায়মন্ড হারবার রোডে দুর্ঘটনার কবলে পড়ে বিপ্লব দেবের কনভয়৷ তবে, হতাহতের কোনও ঘটনা না ঘটলেও মুখ্যমন্ত্রীর গাড়ির কাচ ভেঙে গিয়েছে৷ বুধবার দুপুরের এই ঘটনায় এক বাইক আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, বুধবার সভা শেষে ফেরার পথে ডায়মন্ড হারবার রোডে বিপ্লব

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

কলকাতা: অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ ডায়মন্ড হারবার রোডে দুর্ঘটনার কবলে পড়ে বিপ্লব দেবের কনভয়৷ তবে, হতাহতের কোনও ঘটনা না ঘটলেও মুখ্যমন্ত্রীর গাড়ির কাচ ভেঙে গিয়েছে৷ বুধবার দুপুরের এই ঘটনায় এক বাইক আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, বুধবার সভা শেষে ফেরার পথে ডায়মন্ড হারবার রোডে বিপ্লব দেবের কনভয়ের সামনে চলে আসেন এক বাইক আরোহী৷ দুর্ঘটনা এড়াতে মুহূর্তেই গাড়ি থামিয়ে দেন চালক৷ পেছন দিক থেকা আসা একটি গাড়ির কনভয়ের পিছনে এসে ধাক্কা মারে৷ পাইলট কারে পিছনে থাকা গাড়িতে ধাক্কা মারে মুখ্যমন্ত্রীর কনভয়৷ ফলে, ক্ষতিগ্রস্ত হয় গাড়ি৷ পরে, বাইক আরোহীকে গ্রেপ্তার করে পুলিশ৷ দুর্ঘটনা না কি পূর্বপরিকল্পিত হামলা? প্রশ্ন তুলছে বিজেপি শিবির৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =