‘অশুভ শক্তি ধ্বংস করবে মাতৃশক্তি’, বিজেপি বিধায়কের মুখে মমতা বন্দনা

‘অশুভ শক্তি ধ্বংস করবে মাতৃশক্তি’, বিজেপি বিধায়কের মুখে মমতা বন্দনা

আগরতলা:  ভবানীপুর উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভবানীপুরে দাঁড়িয়ে বারবার মমতা বলেছেন ‘ভবানীপুর থেকে ভারত’৷ এবার সেই সুরই যেন শোনা গেল বিজেপি বিধায়কের গলায়৷ যে ত্রিপুরা দখলের লড়াইয়ে নেমেছে তৃণমূল সরকার, সেই ত্রিপুরার বিধায়ক আশিস দাস বললেন, ‘সমস্ত অশুভ শক্তি ধ্বংস করবে মাতৃশক্তি’৷  

আরও পড়ুন- ‘মিথ্যে কথা বলাটা কমান’, ভিভিপ্যাট গণনা নিয়ে মমতাকে তোপ শুভেন্দুর

প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই পশ্চিমবঙ্গে রয়েছেন আশিস দাস। তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলেও জোড় জল্পনা৷ যদিও তৃণমূলে যোগদান নিয়ে কোনও মন্তব্যই করতে চাননি বিজেপি বিধায়ক। আশিস জানিয়েছেন, মঙ্গলবার কালীঘাটে কিছু আচার-অনুষ্ঠান পালনের করবেন তিনি৷ এর পরেই ঘাসফুল শিবিরে যোগদানের বিষয়টি স্পষ্ট করবেন। এরইমধ্যে জল্পনা উস্কে ত্রিপুরার বিজেপি বিধায়ক বলেন, ভবানীপুর উপ-নির্বাচনে বিপুল জয়ের পর ২০২৪-এর লোকসভা ভোটে মোদী বিরোধী লড়াইয়ের প্রধান ‘মুখ’ হয়ে ওঠার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ আরও প্রশস্ত হয়ে গিয়েছে। 

আশিসের কথায়, ‘প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে বহু মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছেন। এখনও পর্যন্ত কোনও বাঙালি প্রধানমন্ত্রী পদে বসেনি৷ আমি দেখতে চাই যে একজন মা’য়ের হাতে আমাদের দেশের শাসনভার রয়েছে৷ সকল অশুভ শক্তিকে ধ্বংস করবে মাতৃশক্তি।’ সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে আশিস বলেন, গুজরাত, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের মতো যেখানে বিজেপি শাসন রয়েছে, সেই সকল রাজ্যে একনায়কতন্ত্র চলছে। সেই পরিস্থিতি ত্রিপুরাতেও। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও  তোপ গাদতে ছাড়েননি আশিস৷ তিনি বলেন, দেশের সম্পদ বেসরকারি সংস্থার কাছে বেচে দিচ্ছে কেন্দ্র৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *