কাঁথি: পূর্ব মেদিনীপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভা শেষে বাস, গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ৷ ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে৷ ভাঙচুরের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়৷ অবরুদ্ধ হয়ে পড়ে খড়্গপুর বাইপাস৷
ঘটনার সূত্রপাত, আজ বিকেলে৷ অভিযোগ, সভা শেষে বিজেপির কর্মীরা স্থানীয় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে বিজেপির কর্মীরা৷ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় পার্টি অফিস৷ এই ঘটনার পাল্টা হিসাবে তাণ্ডব শুরু করে তৃণমূল৷ সভায় আসা জেলার বিভিন্ন প্রান্তের গাড়িগুলি ১১৬ বি জাতীয় সড়কের পাশে রাখা বাস ও ট্রেকার ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা৷ স্থানীয় তৃণমূলের মদতে এই ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপির৷ মুকুল রায় জানিয়েছেন, গণতান্ত্রিক ভাবে শাসকদলের আশ্রিত দুষ্কৃতিরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে৷ যদিও তৃণমূলের জেলা সভাপতি শিশির অধিকারী এই অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকায় অশান্তি সৃষ্টি করা জন্য নিজেরাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে৷
এদিনের হামলার দায় উড়িয়ে পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভান্দু অধিকারী৷ সংবাদমাধ্যমে বলেন, ‘‘কোনও হামলা হয়নি৷ এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল৷ কারণ, আমরা বিজেপিকে রাজনৈতিক ভাবে মোকাবিলা করব৷ অমিতের সভাস্থলেই ফের আমরা সভা করে তার জবাব দেব৷ দেখে নেবেন, বিজেপির থেকে আমাদের সভায় বেশি ভিড় হবে৷’’ এই ঘটনার বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলেও জানিয়েছেন পরিবহণমন্ত্রী৷
মালদহের পর কাঁথি, বাংলায় ফের লোকসভা ভোটের প্রচারে এসে সিন্ডিকেটকেই হাতিয়ার করেন অমিত শাহ। এদিন কাঁথির জনসভা থেকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বললেন, মমতার সরকার যতই রোখার চেষ্টা করুক, বিজেপি বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে। সোনার বাংলা ফিরিয়ে আনতে পারেন একমাত্র নরেন্দ্র মোদি,তাই তাঁকে ফের প্রধানমন্ত্রী করে আনুন।
এদিনের জনসভায় তৃণমূল নেত্রীকে কটাক্ষ করে শাহ বলেন, বাংলার মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। তাই জন সমর্থন ধরে রাখতে বিজেপির প্রচার বন্ধ করতে চাইছেন, কাঁথিতে বিজেপি সমর্থকদের গাড়ি আটকাননি এডিএম,তাই তাঁকে গতরাতেই অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। সবাইকে ভয়দেখানো হচ্ছে, বিজেপিকে এভাবে রোখা যাবে না। মমতার সরকার কেন্দ্রের জনকল্যাণকর প্রকল্পগুলি রাজ্যের বলে চালাচ্ছে। গরিবদের জন্য ২টাকা কিলো দরের চাল কেন্দ্রের প্রকল্প,অথচমমতা বলছেন তিনি এটি চালু করেছেন, একইভাবে খাদ্যসাথী,কন্যাশ্রী সবই কেন্দ্রে শুধু নাম পাল্টে নিজের কৃতিত্ব জাহির করছেন মমতা। বাংলার অবস্থা শোচনীয়, একসময় ভারতের গতিবিধি ঠিক করত বাংলা আজ তা অতীত। প্রবাসী বাঙালিরা সোনার বাংলাকে খুঁজে ফিরছেন। সেই সোনার বাংলা ফিরিয়ে আনতে চাইলে দুই মেদিনীপুরে পদ্ম ফোটান, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, চৈতন্যদেবের বাংলাকে বোমারকারখান বানিয়েছেন মমতা, হিন্দু শরনার্থীদের আশ্রয় দিতে চান মোদি তাই নাগরিকত্ব বিল এনেছেন। মমতা তাতে সমর্থন জানাননি, বিজেপিকে ক্ষমতায় আনুন সমস্ত অনুপ্রবেশ রুখে দেওয়া যাবে।
লোকসভা নির্বাচনের প্রচারে নেমে সেই হিন্দুত্বের তাসই খেললেন অমিত শাহ। সরস্বতী পুজো, দুর্গাপুজোর প্রসঙ্গ টেনে মমতাকে একহাত নিলেন। এরাজ্যে কিছু করতে গেলেই ঘুষ লাগে, সিন্ডিকেটকে ঘুষ দিতে হয়। এথেকে বাঁচতে হলে নরেন্দ্র মোদির হাত ধরুন। এদিকে মশাটে তৃণমূলকে দুর্নীতির সরকার বললেন বিজেপি নেতা গিরিরাজ সিংহ। তিনি বলেন, তৃণমূল কেলেঙ্কারির সরকার এদের উপড়ে ফেলতে হবে। নাহলে ভারতকে পাকিস্তান বানিয়ে দেবে তৃণমূল।
#WATCH West Bengal: Vehicles parked near Amit Shah’s rally venue in East Midnapore, vandalized. BJP’s Rahul Sinha has alleged that TMC is behind the attack. pic.twitter.com/N5lVGHjNT3
— ANI (@ANI) January 29, 2019
West Bengal: Vehicles parked near Amit Shah’s rally venue in East Midnapore, vandalized. BJP’s Rahul Sinha says, “TMC is afraid of our strength that’s why they committed violence. Unfortunate that everything happened in front of police, attackers didn’t even spare women workers.” pic.twitter.com/aEz2QHfmgl
— ANI (@ANI) January 29, 2019