ফের ধাক্কা! পদ ছাড়লেন ‘ঠুঁটো জগন্নাথ’ তৃণমূলের তরুণ নেতা!

ফের ধাক্কা! পদ ছাড়লেন ‘ঠুঁটো জগন্নাথ’ তৃণমূলের তরুণ নেতা!

হাওড়া: ফের ধাক্কা হাওড়া জেলা তৃণমূলে। একইদিনে জোড়া ধাক্কা। ‘‘দলে মর্যাদা নেই, আমাকে ঠুঁটো জগন্নাথ করে রাখা হয়েছে’’, জানিয়ে হাওড়া সদরের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন তরুণ নেতা অনুপম ঘোষ।

শুক্রবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে পাকাপাকিভাবে তৃণমূল ছাড়েন সদ্য প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীপদ থেকে আগেই ইস্তফা দিয়েছিলেন, এবার বিধানসভা গিয়ে বিধায়ক পদও ছেড়ে এলেন তিনি। একইসঙ্গে দলের সঙ্গেও সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন ডোমজুড়ের বিধায়ক। এবার তাঁর পথ অনুসরণ করে নিজের পদ ছাড়লেন আর এক তৃণমূল নেতা।

শুক্রবার হাওয়ায় সাংবাদিক বৈঠক করে অনুপম ঘোষ বলেন, ‘‘দলটা বর্তমানে কোনোরকমে একটা কর্পোরেট কায়দায় চলছে। এই দুর্দিনে যারা দলটা করছে, তাদের কোনও মর্যাদা দেওয়া হচ্ছে না। গত কয়েক মাস ধরে সাংগঠনিক পদে আমাকেও অবহেলা করা হয়েছে। কাজে বাধা দেওয়া হয়েছে। ঠুঁটো জগন্নাথ করে রাখা হয়েছে আমাকে। আমি কাজ করতে গেলেই দলের উচ্চ নেতৃত্ব সেখানে হস্তক্ষেপ করছে। এই পরিস্থিতিতে রাজ্য তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়ে হাওড়া সদরের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদ থেকে আমি পদত্যাগ করেছি।”

তরুণ নেতা অনুপম ঘোষ

বর্তমানে কোনও তৃণমূল নেতার দল ছাড়া মানেই সঙ্গে সঙ্গে আর একটা প্রশ্ন উঠে যাওয়া। বিজেপি যোগ? অনুপম ঘোষকে বিজেপিতে যোগদান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমরা মাঠেঘাটে লড়াই করা ছেলে। আমরা সেইভাবেই রাজনীতি করতে অভ্যস্ত। আগামী দিনে যুব সমাজের উচিত শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করে চলা। কিন্তু বর্তমানে সেই ধারা তৃণমূল কংগ্রেসে নেই। দুর্দিনে যারা দলটা করেছে দলে তাদের মর্যাদা দেওয়া হচ্ছে না। তাই আজ সদরের যুব সভাপতি পদ থেকে সম্পর্ক ছিন্ন করলাম।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *