কল্যাণের কুকথা, ক্ষোভ বাড়ছে দলের অন্দরে

কল্যাণের কুকথা, ক্ষোভ বাড়ছে দলের অন্দরে

কলকাতা: দীর্ঘ কয়েক মাস ধরেই শুভেন্দু অধিকারী কে নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি. নন্দীগ্রামে তাঁর সভা করাকে নাম না করে কটাক্ষ করেছেন দলের অন্যতম শীর্ষ নেতা ফিরহাদ হাকিম৷ যদিও গতকাল শুভেন্দু অধিকারীর বাড়িতে যান প্রশান্ত কিশোর৷ তাঁর সঙ্গে দলের দূরত্ব ঘোচানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে৷

এর মধ্যেই পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতাকে লক্ষ্য করে কুকথা বললেন হুগলির তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় নামে গাছের তলায় বড়ো হয়েছিস, ৪টে মন্ত্রিত্ব পেয়েছিস, চারটে চেয়ারে আছিস, কত পেট্রোল পাম্প করেছি৷ মমতা বন্দ্যোপাধ্যায় না থাকিস পুরসভায় আলু বিক্রি করতিস৷’’

তৃণমূল সংসদের এই মন্তব্যকে কেন্দ্র করে চাপা গুঞ্জন এবং সমালোচনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরেই৷ দলের নেতাদের মতে, ২০২১ বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর মতো নেতাকে প্রয়োজন দলের৷ জেলায় জেলায় দাদার অনুগামীদের পোস্টার ভাবিয়ে তুলেছে৷ এই পরিস্থিতিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই তুই-তোকারি করে মন্তব্য শুভেন্দু ঘনিষ্ঠ মহলে ভুল বার্তা যাবে মনে করছেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে পর্যবেক্ষকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 6 =