কৃষি বিলের প্রতিবাদ-মিছিলে চটুল গানে অশ্লীল নাচ তৃণমূল কর্মীদের, বিতর্ক ভাঙড়ে

কৃষি বিলের প্রতিবাদ-মিছিলে চটুল গানে অশ্লীল নাচ তৃণমূল কর্মীদের, বিতর্ক ভাঙড়ে

 

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং:  পরনের জামা খুলে কেউ ওড়ালেন মাথার উপর, কেউ আবার সযত্নে মোবাইলে তুলে রাখলেন ভিডিও৷ গানের তালে তালে আবার কেউ নাড়ালেন দলের ঝান্ডা৷ মিছিলে কর্মীদের নাচতে যাতে কোনও অসুবিধা না হয়, তার দেখভালে ছিলেন দুই দুই জন পুলিশ কর্মী৷ চটুল গানে স্বল্প পোশাকে নর্তকীর মোহময়ী আবেদন দেখে বেলাগাম নাচ কী আর বাঁধ মানে? এই নাচের কাছে হার মানতে কার্যত বাধ্য করোনা বাবাজিও! গোটা দেশজুড়ে যখন কৃষি বিলের প্রতিবাদে আগুন জ্বলছে গোটা দেশে, ঠিক তখন  চটুল গানে শরীর দুলিয়ে বেপরোয়া উল্লাসের মাধ্যমে বাংলার কৃষকদের পাশে থাকার বার্তা ভাঙড় তৃণমূলের৷ কৃষি বিলের প্রতিবাদ মিছিলে তৃণমূল কর্মীরা নাচ করেছেন? শুনে নতুন যুক্তি খাড়া করছেন খোদ তৃণমূল নেতা৷

সেই ভাঙড়৷ বিতর্কও সেই৷ ফের তৃণমূলের সভায় চটুল নাচের পুনরাবৃত্তি ভাঙড়ে৷ বছর কয়েক আগে ১লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের ভাঙড়ে তৃণমূলের সভা মঞ্চ থেকে চটুল নাচ ঘিরে গোটা বাংলাজুড়ে তৈরি হয়েছিল বিতর্ক৷ এবার কৃষি বিলের প্রতিবাদ মিছিল ঘিরে বিতর্কে ভাঙড় তৃণমূল নেতৃত্ব৷ 

শনিবার ভাঙড়ের শোনপুরে তৃণমূলের সংখ্যালঘু সেলের ডাকে কেন্দ্রের কৃষি বিরোধী নীতির প্রতিবাদে মিছিল ডাকা হয়েছিল৷  সেই মিছিলে ভাঙড়ের তৃণমূল নেতা নান্নু হোসেন উপস্থিত ছিলেন৷ সভায় যোগ দিতে এসেছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী৷ আর সেই মিছিলে চলল চটুল নাচ৷ ভোজপুরি গানের সঙ্গে চটুল নাচে মাতলেন তৃণমূল কর্মীরা৷ করোনা আবহে যখন শারীরিক দূরত্বের বিধিনিষেধ মেনে চলতে বলা হচ্ছে, তখন সেই সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে তৃণমূল নাচ, তৈরি করেছে বিতর্ক৷ তবে, বিতর্ক ঢাকতে পাল্টা যুক্তি দিতে ছাড়েননি তৃণমূল নেতা৷ স্থানীয় তৃণমূল নেতা বাইট নান্নু হোসেনের মন্তব্য, ‘‘কোন অশ্লীল নাচ হয়নি৷ এটা মানুষের উচ্ছাস৷ কর্মীদের উচ্ছাস৷ বাজনা নিয়ে মিছিল সহকারে এসেছে৷ যদি কেউ অশ্লীল নাচ করে থাকে, তাহলে ভুল করে থাকতে পারে৷ যদি অশ্লীল কোনও নাচ হয়, সেটা সম্পূর্ণ রাজনীতিগত ভুল৷’’

প্রশ্ন উঠছে, কৃষি বিলের বিরুদ্ধে যখন গোটা দেশের কৃষিজীবী মানুষ এক হয়ে প্রতিবাদ, বিক্ষোভ, অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছেন, পুলিশের লাঠি-জলকামানের সামনে বুক চিতিয়ে দিচ্ছেন কৃষকরা, তখন সেই বিলের প্রতিবাদের নামে চটুল গানে নাচ কখনও সমর্থনযোগ্য? কৃষি বিলের প্রতিবাদে মিছিলে যারা নাচ করলেন, তারা কি আদৌ জানেন, কৃষি বিল কী? খায় না গায়ে মাখে? আর যদি জানতেন, তাহলে কি পোশাক খুলে নর্তকীদের সঙ্গে গানের তালে তাল নাচতেন? লোক দেখানো প্রতিবাদের নামে এহেন উৎসব আদতে কৃষক কৃষিজীবী মানুষকে অপমান করা নয়? ভাঙড়ের তৃণমূল নেতাদের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন বাসিন্দাদের একাংশ৷ কেননা ভাঙড়র জানে, ফসলের মূল্য কী? কৃষিনির্ভর ভাঙড় নিজেদের দুই-তিন ফসলি জমি বাঁচাতে সরাসরি সরকারের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন৷ ভাঙড় পাওয়ার গ্রিড আন্দোলন আজ তো ইতিহাস!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 4 =