বনগাঁ: সম্প্রতি তৃণমূলের বনগাঁ জেলা সভাপতি আলোরানি সরকারকে উদ্দেশ্য করে হুমকি ও কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক৷ এমন অভিযোগ এনে তার প্রতিবাদে ঝাঁটা, জুতো নিয়ে বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখাল তৃনমূল কর্মী সমর্থকদের। সোমবার বিকালে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার পাল্লা বাজারে৷ বনগাঁ দক্ষিণ কেন্দ্রর বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়ির এলাকায় এই বিক্ষোভ দেখানো হয়। ঘটনার জেরে এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য৷
জানা গিয়েছে, এদিন ক্ষুদ্ধ তৃণমূল কর্মী সমর্থকেরা বিধায়কের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে গোপালনগর থানার বিশাল পুলিশবাহিনী তাদের আটকে দেয়। ক্ষুব্ধ তৃণমূল কর্মীদের সঙ্গে কিছু সময় পুলিশের ঠেলাঠেলি হয়। কয়েকজন তৃণমূল বিধায়কের বাড়ির উদ্দেশ্যে করে ঝাঁটা ছুঁড়ে মারেন৷ পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ সামাল দেওয়া হয়। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে শতাধিক মহিলা কর্মী সমর্থকরা জুতো ঝাঁটা হাতে নিয়ে বিক্ষোভ মিছিলে শামিল হন৷
তাঁদের বক্তব্য, সম্প্রতি স্বপন মজুমদার নহাটা বাজারে একটি সভায় দাঁড়িয়ে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি আলোরানি সরকার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন। হুমকি দিয়েছিলেন। একজন মহিলার বিরুদ্ধে বিধায়কের হুমকি কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে জুতো ঝাঁটা হাতে বিক্ষোভ। এরপরে প্রয়োজনে আবার ঝাঁটাতে গু, গবোর নিয়ে আসবেন বলে হুমকি দেন তাঁরা। যদিও এবিষয়ে বিজেপি বিধায়কের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ তবে তৃণমূলের কর্মীদের এমন বিক্ষোভকে সামনে রেখে স্থানীয় বিজেপি কর্মীরা বলছেন, বাংলায় যে গণতন্ত্র নেই, বিধায়কের মুখ বন্ধ করার জন্য তৃণমূল বাহিনীর এই কর্মসূচি থেকেই তা স্পষ্ট৷