কলকাতা: ত্রিপুরার পর এবার তৃণমূলের নজরে গোয়া৷ আগামী বছর গোয়ায় নির্বাচন৷ বিজেপিকে হারাতে এখন থেকেই গোয়ায় ডালপালা বিস্তার শুরু করেছে তৃণমূল। সৌগত রায়, বাবুল সুপ্রিয়, মহুয়া মিত্র সহ গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান তৃণমূল নেতা লুইজিনহো ফ্যালারিওর মতো হেভিওয়েটরা ঘাঁটি গেড়ে রয়েছেন সেখানে৷ ইতিমধ্যে সেখানে শুরু হয়ে গিয়েছে তৃণমূল বিজেপির সমস্যাও। ফলে ভোটের আগে থেকেই গোয়ায় উপস্থিত টান টান উত্তেজনা৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত ব্যানার এবং ফ্লেক্স ভাঙার অভিযোগ তুলে আজ মঙ্গলবার সকালেই তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন টুইটে বিজেপিকে কাপুরুষ আখ্যা দিয়েছেন৷ এবার গোয়া প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূলের ‘কালারফুল বয়’ মদন মিত্র৷ মঙ্গলবার সল্টলেক সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তর থেকে বেরিয়ে মদন মিত্র বলেন, ‘‘আমি কিছু দরকার এবং কিছু আবেদন করেছিলাম সেই জন্য এসেছিলাম।’’
এরপরই গোয়া প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ‘‘ভেরি আনফরচুনেট৷ ত্রিপুরা, গোয়ার থেকে পশ্চিমবঙ্গ অনেক বড় রাজ্য৷ ওরা (বিজেপি) সেটা ভুলে গেছে। ওরা এটা আরও ভুলে যাচ্ছে যে যত দিন যাচ্ছে পাকিস্তানকে ক্রিকেট খেলায় হারাবার মতো মানসিকতা ক্রিকেটারদের দিতে পারে না৷ তারা ওয়াঘা পুনচে লড়বে কি করে৷ তবে আমরা জিতছি৷ আমরা আসছি৷ প্রত্যেকটায় ৪-০ এবং ডবল মার্জিনে জিতছি।’’ আগামীদিনে গোয়াও তৃণমূলের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে বলেই দাবি মদনের৷