‘INDIA জিতলে বাইরে থেকে সমর্থন’, পঞ্চম দফার আগেই জানিয়ে দিলেন মমতা

কলকাতা: ২০২৪-এ দিল্লি হাতছাড়া হবে বিজেপি’র৷ সরকার গড়বে ‘ইন্ডিয়া’ জোট। তবে সেই সরকারে থাকবে না রাজ্যের শাসক দল৷ বরং সমর্থন করবে বাইরে থেকে। পঞ্চম দফার ভোটের…

কলকাতা: ২০২৪-এ দিল্লি হাতছাড়া হবে বিজেপি’র৷ সরকার গড়বে ‘ইন্ডিয়া’ জোট। তবে সেই সরকারে থাকবে না রাজ্যের শাসক দল৷ বরং সমর্থন করবে বাইরে থেকে। পঞ্চম দফার ভোটের আগেই জোটে দলের অবস্থান স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷

বুধবার তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘চার দফায় ভোটগ্রহণ হয়েছে৷ তাতে বিজেপি হারছে নিশ্চিত। বাকি তিন দফাতেও জেতার বিশেষ সম্ভাবনা নেই। অনেক চিৎকার করবে, ইনিয়ে বিনিয়ে কথা বলবে, জুমলাবাজি করবে, কিন্তু তাতে জিততে পারবে না।’’ এখানে না থেকে মমতা আরও বলেন, “অনেকে অনেক অঙ্ক কষে রেখেছেন। তবে জেনে রাখুন, বাংলায় সিপিএম-কংগ্রেসকে ধরবেন না, কারণ ওরা বিজেপির সঙ্গে রয়েছে। আমি দিল্লির কথা বলছি। সেখানে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সমর্থন জুগিয়ে সরকার গঠন করে দেব আমরা। যাতে বাংলার মা-বোনেদের কোনও অসুবিধা না হয়, ১০০ দিনের কাজের টাকা না আটকায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *