ভোটারদের বাড়িতে গিয়ে হুমকি, সন্ত্রাস! নিশানায় তৃণমূলের দুষ্কৃতীরা!

ভোটারদের বাড়িতে গিয়ে হুমকি, সন্ত্রাস! নিশানায় তৃণমূলের দুষ্কৃতীরা!

 

হাওড়া: সকাল থেকে রাজ্যে চলছে তৃতীয় দফার ভোট গ্রহণ। প্রথম দুই দফার মত তৃতীয় দফায়ও দক্ষিণবঙ্গের তিন জেলার থেকে বারবার উঠে আসছে সন্ত্রাসের খবর। উত্তপ্ত হয়ে উঠছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলির বিভিন্ন কেন্দ্র। এদিন যেমন হাওড়ার বাগনানে ভোটারদের ভয় দেখিয়ে বাড়িতে বন্দি করে রাখার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ গতকাল রাত থেকেই সন্ত্রাস চালিয়েছে স্থানীয় তৃণমূলের দুষ্কৃতীরা। যদিও এখনও পর্যন্ত স্থানীয় তৃণমূলের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।‌

তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনলেন বাগনানের মহিলা ভোটাররা। এলাকার প্রায় সমস্ত মহিলারাই ভীত ও সন্ত্রস্ত। কেউ কেউ জানালেন, “কাল রাত থেকেই বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিয়ে এসেছে তৃণমূলের গুন্ডারা। বলেছে ভোট দিতে গেলে ঘরবাড়ি ভাঙচুর করে দেবে। মেরে ফেলবে।” তৃণমূলের দুষ্কৃতীদের দেখানো এই ভয়ে মঙ্গলবার সকাল থেকে ভোট দিতে না গিয়ে বাড়িতেই ছিলেন এলাকার অধিকাংশ মহিলারা। তারপর কেন্দ্রীয় বাহিনী তাদের বাড়ি বাড়ি গিয়ে নিরাপত্তা দিয়ে তাদের বুথ কেন্দ্রে নিয়ে আসে। ভোট দিয়েও ভয় যায়নি। শুরু হয়েছে নতুন আশঙ্কা। “সবাই চলে গেলে বাড়ি গিয়ে ভাঙচুর শুরু করবে তৃণমূলের গুন্ডা”, এমনটাই জানালেন ভোট দিয়ে বেরিয়ে আসা এক বৃদ্ধা। আশ্চর্যজনকভাবে এলাকার প্রায় সব মহিলারাই কথা বলছেন ফিসফিসিয়ে। যেন তার এই কথা এক্ষুনি শুনে নেবে দুষ্কৃতীরা। মঙ্গলবার সকাল থেকেই সন্ত্রস্তভাব গোটা বাগনানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + eleven =