খাস কলকাতায় ভোটার কার্ড ছিনিয়ে নিল তৃণমূল! ভয়ে ভোটে ‘না’ বাসিন্দাদের

খাস কলকাতায় ভোটার কার্ড ছিনিয়ে নিল তৃণমূল! ভয়ে ভোটে ‘না’ বাসিন্দাদের

কসবা: এবার সরাসরি ভোটারদের গণতান্ত্রিক অধিকারের হস্তক্ষেপ। কেড়ে নেওয়া হল তাদের ভোটার কার্ড। কোনও গ্রামগঞ্জ এলাকায় নয়, এই ঘটনা উঠে আসছে একদম খাস কলকাতা থেকে। কসবা বিধানসভা কেন্দ্রের ধানকল অঞ্চলের ঘটনা। একটা গোটা পাড়ার বাসিন্দাদের থেকে তাদের ভোটার কার্ড ছিনিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার সকাল থেকে সেই পাড়ার কেউই নিজের বাড়ি থেকে বের হচ্ছেন না।

শনিবার ৫ জেলার ৪৪টি বিধানসভা কেন্দ্রে সকাল থেকে শুরু হয়েছে চতুর্থ পর্বের ভোট গ্রহণ। পাশাপাশি শুরু হয়েছে নিত্যনতুন হিংসাত্মক ঘটনা। শুধু গ্রামগঞ্জ নয়, বর্বরতার খবর উঠে আসছে খাস কলকাতা থেকে। কসবা বিধানসভা কেন্দ্রের ধানকল অঞ্চলের একটি বস্তিতে গতকাল রাত্রে স্থানীয় তৃণমূল প্রার্থী জাভেদ আহমেদ খানের ছেলেরা আসে এবং বাসিন্দাদের সকলের ভোটার কার্ড ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। এখনও তারা তাদের ভোটার কার্ড পাননি। সেজন্য ভোট দিতে যেতেও পারছেন না গোটা পাড়ার বাসিন্দারা। তাছাড়াও অভিযোগ বাড়ি থেকে না বেরোনোর নির্দেশ দিয়ে গিয়েছে তৃণমূলের ‘গুন্ডারা’। স্থানীয় বাসিন্দাদের দাবি, গতকাল প্রায় মাঝরাতে ৭-৮ জন তৃণমূলের ছেলেরা এসে আধার কার্ড ও ভোটার কার্ড চায়। বলে ভোট হয়ে গেলে এসে ফেরত নিয়ে যেতে। না দিতে চাইলে হুমকিও দেয় তারা।

শনিবার সকাল থেকে বাড়ির বাইরে বের হচ্ছেন না ধানকল বস্তির বাসিন্দারা। ভীতসন্ত্রস্ত হয়ে ঘরের মধ্যে কার্যত লুকিয়ে রয়েছেন তারা। সংবাদমাধ্যমের সামনেও মুখ দেখাতে চাইছেন না। বলছেন, “আপনারা যখন থাকবেন না তখন আমাদের ওপর অত্যাচার হবে। তাই আমরা কিছু বলবো না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 11 =