নিজস্ব সংবাদদাতা, বারাসত: কোচবিহারে গিয়ে বিজেপিকে চম্বলের ডাকাত বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার তারই পাল্টা দিলেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু৷ হস্পতিবার বারাসাতের কলোনী মোড়ে চায়ে পে চৰ্চায় যোগ দিয়ে সায়ন্তন বসু বলেন, বিজেপিকে যে চম্বলের ডাকাত বলছেন সেই চম্বলের ডাকাতের আস্তানা গুগল কালীঘাটে না দেখিয়ে দেয়৷ সায়ন্তন বসুর দাবী, আসন্ন উনিশ তারিখের পরে তৃণমূলের জাহাজ ডুবতে শুরু করবে, বিপ্লবী ইঁদুরদের আর খুঁজে পাওয়া যাবে না।
এদিকে শুভেন্দু দলে এলে দিলীপ ঘোষের স্থান ঠিক থাকা নিয়ে তৃণমূল নেতা সৌগত রায়ের তোলা প্রশ্নের উত্তরে সায়ন্তন বলেন, জ্যাঠামশাই এখন সাইড রোল প্লে করছে৷ তিনি আরও বলেন, চিট ফান্ড কেলেঙ্কারিতে তৃণমূল নেতাদের সৌজন্যে সর্বস্বান্ত সাধারণ মানুষ, আর রাজ্য সরকার এই কেলেঙ্কারি চাপা দিতে ব্যস্ত হলেও বিজেপি রাজ্যে ক্ষমতায় এসে মানুষের টাকা ফেরত দেবে, ঘোষণা সায়ন্তন বসুর৷ পাশাপাশি এনামুল হকের গ্রেফতারির প্রসঙ্গ তুলে সায়ন্তন বলেন, গরুপাচারকারী জন্য কান্নাকাটি করছেন মমতা৷
একইসঙ্গে সায়ন্তন বসু নাগরিকত্ব আইন পশ্চিমবঙ্গে কার্যকর করার প্রসঙ্গে বলেন, কেন্দ্র দ্ৰুত এই আইন বাস্তবায়িত করতে চাইলেও তৃণমূল এই আইন কার্যকর করার ক্ষেত্রে অন্তরায় হওয়ায় তিন-চারমাসের মধ্যেই ক্ষমতায় এসে বিজেপি রাজ্যে সিএএ কে পূর্ণভাবে প্রয়োগ করবে। পাশাপাশি নারদা -সারদা কেলেঙ্কারিতে অভিযুক্তরা বিজেপিমুখী হচ্ছেন এমনটাই বলেছিলেন তৃণমূল নেতা কল্যাণ বন্দোপাধ্যায়৷ আর এ প্রসঙ্গে সায়ন্তন বসু জানান, কল্যাণ বন্দোপাধ্যায়ের অনেক দুর্নীতি সামনে আসা সময়ের অপেক্ষা। সায়ন্তন এও বলেন সারদা নারদা কেলেঙ্কারিতে অভিযুক্তরা যদি বিজেপিতে আসছেন এমনটাই হত তাহলে তৃণমূল দলই থাকত না এবং তিনি এই কেলেঙ্কারিতে অভিযুক্ত থাকায় সৌগত রায়ের বিরুদ্ধেও তোপ দাগেন ।