ভ্যাকসিনকে কেন্দ্র করে উত্তেজনা, বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূলের

ভ্যাকসিনকে কেন্দ্র করে উত্তেজনা, বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূলের

বনগাঁ: রাত থেকেই এলাকার সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে ছিল। অথচ সকাল হতেই লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে টিকা না দিয়ে তৃণমূলের লোকদের টিকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বাসিন্দাদের অভিযোগ, আগে থেকে লিস্ট বানিয়ে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তারই জেরে বুধবার বৃষ্টির মাঝেও রণক্ষেত্রর চেহারা নিল উত্তর ২৪ পরগনার গোপালনগরের পাল্লা দেবী রানি বালিকা বিদ্যালয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদার এবং বনগাঁ পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর দাস। শুরু হয় দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি। তা থেকে ধাক্কাধাক্কি এবং শেষে তুমুল উত্তেজনা ছড়ায় টিকাকেন্দ্রে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পাল্টা বিজেপির পক্ষ থেকেও সঠিকভাবে টিকা দেওয়ার দাবিতে সোচ্চার হয়। ফলে উত্তেজনা ছড়ায় টিকাকেন্দ্রে।

সঠিকভাবে টিকা না দিলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেয় বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার টিকা পাঠাচ্ছে৷ অথচ টিকায় কারচুপি করছে তৃণমূল৷ আর অপবাদ দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর৷ এই জিনিস আমরা বরদাস্ত করব না৷’’ পাল্টা হিসেবে বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি ও যুব সভাপতি দাবি করেন, এখানে সঠিকভাবে টিকা দেওয়া হচ্ছে । কিছু সাধারন মানুষ না জেনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। ব্যবসায়ী অটোচালকদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ফলে সেখানে অন্যদের ভ্যাকসিন দেওয়ার প্রশ্নই ওঠে না৷ বিজেপির অভিযোগ পুরোপুরি মিথ্যা। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *