বাংলার আকাশে সবুজ আবীর, নীলবাড়ি দখলের উচ্ছ্বাসে বিহ্বল তৃণমূল

বাংলার আকাশে সবুজ আবীর, নীলবাড়ি দখলের উচ্ছ্বাসে বিহ্বল তৃণমূল

কলকাতা:  বেলা বাড়তে ক্রমশ স্পষ্ট হতে শুরু করেছে ফলাফলের চিত্র৷ বলাই যায় তৃতীয়বারের জন্য নীল বাড়ি দখল করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই চিত্র স্পষ্ট হতেই শুরু হয়ে গিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকদের বিজয় উৎসব৷ বিভিন্ন জায়গায় উড়তে শুরু করেছে সবুজ আবীর৷ 

আরও পড়ুন- খা খা করছে বিজেপির দফতর, ভিড় বাড়ছে কালীঘাটে

অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভায় বলেছিলেন, সবুজ আবীর কিনে রাখবেন৷ ২ মে ফল ঘোষণার পর ওই আবীর খেলা হবে৷  এখনও সম্পূর্ণ ফল প্রকাশিত হয়নি ঠিকই৷ কিন্তু ২০০-র বেশি আসনে এগিয়ে গিয়েছে তৃণমূল৷ অন্যদিকে ১০০-র গন্ডি টাপকাতে পারেনি বিজেপি৷ ফলে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে তৃণমূলের উচ্ছ্বাস৷ রাস্তা জুড়ে সবুজ রংয়ের ছোঁয়া৷ তৃণমূল কর্মী সমর্থকদের নাচ, হই-হুল্লোড়৷ সবুজ আবীর মেখে শুরু হয়েছে তাঁদের হুড়োহুড়ি৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − one =