শহিদ দিবসে রক্তদাতাদের স্টোভ উপহার দিয়ে তৃণমূলের গান্ধীগিরি

শহিদ দিবসে রক্তদাতাদের স্টোভ উপহার দিয়ে তৃণমূলের গান্ধীগিরি

অশোকনগর: শহিদ দিবসে শহিদ স্মরণে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের৷ উদ্যোক্তাদের ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছিলেন অনেকে৷ অনেকে রক্তও দিলেন৷ বিনিময়ে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হল গাছের চারা ও জনতা স্টোভ!

গাছ তবু মানা যায় পরিবেশের ভারসাম্য রক্ষায় জরুরি৷ কিন্তু স্টোভ কেন? উদ্যোক্তাদের অন্যতম সঞ্জয় রাহা বলেন, ‘‘গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য মধ্যবিত্ত পরিবারের নাভিশ্বাস উঠছে৷ তাঁদের কথা মাথায় রেখেই এই স্টোভ তুলে দেওয়ার সিদ্ধান্ত৷ কারণ, পরিস্থিতি যা তাতে দু’দিন পর মানুষ আর গ্যাস কিনতে পারবেন না৷ স্টোভ থাকলে কেরোসিন তেল দিয়ে অন্তত চাল ফুটিয়ে ভাত রান্না করে খেতে পারবেন!’’

বুধবার এমনই অভিনব গান্ধীগিরি কর্মসূচির সাক্ষী থাকলেন অশোকনগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা৷ ১৯৯৩  সালের ২১ জুলাই পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ১৩ জন কর্মীর৷ তারপর থেকেই এই দিনটিকে শহিদ দিবস হিসেবে দলের জন্মলগ্ন থেকে পালন করে আসছে তৃণমূল৷ রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো অশোকনগরেও শহিদ স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন উদ্যোক্তারা৷ সেখানেই পেট্রল, ডিজেল সহ পেট্রোপণ্যেপ মূল্যবৃদ্ধির প্রতিবাদে এমন গান্ধীগিরি পদক্ষেপ গ্রহণ করতে দেখা গেল উদ্যোক্তাদের৷

রক্তদাতা গৃহবধূ মৌ দেব মজুমদার,বীনা ভূঁইয়ারা বলেন, ‘‘সত্যি যেহারে রান্নার গ্যাস সহ পেট্রল, ডিজেলের দাম বাড়ছে তাতে মানুষের জীবন ধারণ করাটাই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে৷ সত্যি যা অবস্থা তাতে এবার গ্যাস বন্ধ করে স্টোভই ব্যবহার করতে হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =