ঘরে ফিরছেন শোভন? রত্নার ক্ষমতা খর্ব করে নয়া কৌশল তৃণমূলের?

ঘরে ফিরছেন শোভন? রত্নার ক্ষমতা খর্ব করে নয়া কৌশল তৃণমূলের?

 

কলকাতা: রত্না থাকলে তিনি নেই! বিদ্রোহ আগেই ঘোষণা করেছিলেন ‘প্রিয় কানন৷ কাননের ‘ঘর ওয়াপসি’ পিছনে রত্না-কাঁটা যে প্রথম থেকেই ছিল, তা বিলক্ষণ জানতেন ঘাস ফুলের শীর্ষ নেতা৷ ভাঙনেও পিছনেও ছিল একই কারণ! তবে, ভাইফোঁটা থেকে সরকারি অনুষ্ঠানে কাননের উপস্থিতি দূরত্ব কমালেও হয়নি কাননের ‘ঘর ওয়াপসি’৷ উল্টে কাননকে ‘শিক্ষা’ দিতে রত্নার গুরুত্ব বাড়িয়েও খুব একটা কাজে আসেনি৷ বরং ২০২১-এর নির্বাচনের আগে রত্নার গুরুত্ব কমে ফের কাননকে ঘরে ফেরার কার্যত শেষ আমন্ত্রণটা এবার পাঠিয়েই রাখল ঘাসফুল শিবির৷ সৌজন্যে সেই ক্ষমতার কাটছাঁট!

তৃণমূল সূত্রে খবর, ২১-এর নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে তৃণমূল৷ নজরে রয়েছেন ঘরছাড়াদের ফেরানো৷ এবার কি সেই লক্ষ্যে আরও একধাপ এগোল তৃণমূল? বাড়ছে জল্পনা৷ তৃণমূল সূত্রে খবর, কাননকে ফাতে আরও এক দফায় শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায়ের সাংগঠনিক দায়িত্ব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ তাঁর কাজে দল অসন্তুষ্ট থাকায় ওয়ার্ডে যাবতীয় কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ রত্মার দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নতুন করে তৈরি হয়েছে জল্পনা৷ সাংগঠনিক কাজ থেকে তাঁকে আপাতত বিরত থাকতে বলা হয়েছে বলে খবর৷  ১৩১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক দায়িত্বে ছিলেন তিনি৷ শোভনের জায়গা তাঁকে দায়িত্ব দিয়েছিল দল৷ এবার কাননকে ঘরে ফারার সুযোগ দিয়ে রত্নার ক্ষমতা খর্ব করা হল? বাড়ছে জল্পনা৷- ফাইল ছবি৷

এর আগে বেহালা পূর্বের কো অর্ডিনেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল রত্না চট্টোপাধ্যায়কে৷ তারপর শোভনে তৃণমূলে ফেরার জল্পনা বাড়তে থাকে৷ পরে আগের দায়িত্ব থেকে রত্নাকে সরিয়ে দেওয়া হয়৷ কাউন্সিলররা তাঁকে সহযোগিতা করছেন না বলেও অভিযোগ তোলেন রত্নাদেবী৷ বাতিল করা হয় বেহালা পূর্বের ‘বাংলার গর্ব মমতা’-সহ একাধিক কর্মসূচি৷ এবার ১৩১ নম্বরের দায়িত্ব ছিনিয়ে বিজেপিতে নিষ্ক্রিয় শোভনকে ফেরানোর জল্পনা বাড়তে শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 4 =