তৃণমূল থেকে বহিষ্কার সাংসদ অনুপম হাজরা, এবার কি বিজেপিতে?

কলকাতা: সাংসদ অনুপম হাজরাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল৷ বিজেপিতে যোগ দেওয়ার আগেই তৃণমূল থেকে বহিষ্কৃত হন বিষ্ণুপুরের সংসদ সদস্য সৌমিত্র খাঁ৷ এবার বোলপুরের সাংসদ অনুপমকেও আজ দল থেকে বহিষ্কার করার কথা জানান তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘ওঁর সঙ্গে দলের যোগাযোগ ছিল না বেশ কিছুদিন৷ মানুষের সঙ্গেও সংযোগহীন ছিলেন৷’’ স্যোশাল নেটওয়ার্কে দল বিরোধী

তৃণমূল থেকে বহিষ্কার সাংসদ অনুপম হাজরা, এবার কি বিজেপিতে?

কলকাতা:  সাংসদ অনুপম হাজরাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল৷ বিজেপিতে যোগ দেওয়ার আগেই তৃণমূল থেকে বহিষ্কৃত হন বিষ্ণুপুরের সংসদ সদস্য সৌমিত্র খাঁ৷ এবার বোলপুরের সাংসদ অনুপমকেও আজ দল থেকে বহিষ্কার করার কথা জানান তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘ওঁর সঙ্গে দলের যোগাযোগ ছিল না বেশ কিছুদিন৷ মানুষের সঙ্গেও সংযোগহীন ছিলেন৷’’ স্যোশাল নেটওয়ার্কে দল বিরোধী মন্তব্য করা ও কাজের অপরাধে তাঁকে দল থেকে বহিস্কার করা হয় বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ‘প্রার্থী ঘোষণা’ করে লেখেন, ‘‘আসন্ন ২০১৯ লোকসভা নির্বাচনে অসিত মালকে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী করুন৷’’ এতে চূড়ান্ত বিপাকে পড়ে দল৷ এর আগে অনেক অস্বস্তি বাড়িয়েছেন অনুপম৷ গত কয়েক বছর ধরেই দলের জেলা নেতৃত্বের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ৷ গত বিধানসভা নির্বাচনে তাঁকে প্রচারেই ডাকেনি তৃণমূল৷ আর অনুপমও সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করে গিয়েছেন দলের বিরুদ্ধে৷ বিশ্বভারতীর ভিতরে মারামারিতে জড়িয়ে পড়েছেন৷ ধমকও খেয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে৷ এমনিতেই, মকুলপন্থী বলে পরিচিত অনুপম বিজেপির সঙ্গে যোগাযোগ বাড়িয়েছিল বলেও দলে কাছে খবর যায়৷ এরপরই আরও ক্ষুব্ধ হন দলনন্ত্রী৷ ক্রমাগত দলবিরোধী কাজের জেরে বুধবার অনুপম হাজরাকে বহিস্কারের সিদ্ধান্ত নেয় তৃণমূল৷

অন্যদিকে, রাজধানীতে দাঁড়িয়ে বিজেপিতে নাম লেখালেন ‘তৃণমূল সাংসদ’ সৌমিত্র খাঁ৷ আজ, মুকুল রায় ও অমিত শাহেরর সঙ্গে দেখা করে বিজেপিতে যোগ দেন বিষ্ণুপুরের সাংসদ৷ কেন্দ্রীয়মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন সাংসদ সৌমিত্র খাঁ৷

বুধবার বিষ্ণুপুরের এসডিপিও সুকোমল দাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ৷ দিল্লি থেকে জানিয়ে দেন, বাঁকুড়া জেলায় ফিরে তিনি দেখা করবেন পুলিশ সুপারের সঙ্গে৷ অভিযোগ করেছিলেন, তাঁর আপ্তসহায়ক গোপীকে ‘গুম’ করে দেওয়া ষড়যন্ত্র চলছে৷

শাসক দলের সাংসদের এমন অভিযোগে তোলপাড় পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। কিন্তু বুধবার সকালে সৌমিত্র বাঁকুড়ায় ফিরলেন না৷ গেলেন সংসদে৷ সঙ্গে একদা তৃণমূলের সেকেন্ড ম্যান তথা অধুনা বিজেপি নেতা মুকুল রায়৷ মঙ্গলবার রাতেই মুকুলের সঙ্গে দেখা করেছিলেন সৌমিত্র৷ ফোনে তাঁর সঙ্গে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহেরও কথা হয় বলে জানা গিয়েছে৷ এ দিন সংসদ ভবনে সৌমিত্রকে পাশে দাঁড় করিয়েই মুকুল জানিয়ে দেন, সৌমিত্র বিজেপি-তে যোগ দিচ্ছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − ten =