চাঁচল: পরণে ধবধবে সাদা পাঞ্জাবি, সাদা পাজামা। পায়ে হাওয়ায় চটি। হ্যাঁ চটি পায়ে রবিবাসরীয় ছুটির দিন জনতার দুয়ারে পৌঁছালেন মালদহের চাঁচলের তৃণমূল বিধায়ক নিহাররঞ্জন ঘোষ৷ এদিন চাঁচল বিধানসভা এলাকার ১২ টি অঞ্চলের মধ্যে মহানন্দপুর ও খরবা অঞ্চলের বিস্তৃর্ণ এলাকা পরিদর্শন করেন বিধায়ক। যদিও নিন্দুকেরা টিপ্পনির সুরে বলছেন, সবটাই ভড়ং, পায়ে চটি পড়ে দিদিকে নকল করার চেষ্টা!
এলাকায় কি কি সমস্যা রয়েছে তা খতিয়ে দেখতে এদিন চটি পায়েই এলাকা পরিদর্শন করেন বিধায়ক। খরবা এলাকার গ্রামগুলিতে কি কি কাজ হয়নি সেগুলো খতিয়ে দেখেন। এছাড়াও খরবা অঞ্চলে একাধিক রাস্তা হয়নি৷ তাই স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের বিষয়টি দেখার নির্দেশ দেন বিধায়ক। বিধায়ককে কাছে পেয়ে গ্রামবাসীরা বৈদ্যুতিক চুল্লি নির্মাণের দাবি জানালে তা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বিধায়ক।
দু:স্থদের মধ্যে যাঁরা ষাটোর্ধ, তাঁদের বার্ধ্যক্য ভাতা যেন আটকে না থাকে সেদিকেও পঞ্চায়েত প্রতিনিধিদের লক্ষ্য রাখার দেন বিধায়ক। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন খরবা অঞ্চলের তৃণমূল নেতৃত্ব ও চাঁচল-১ নং পঞ্চায়েত সমিতির সদস্য অমিতেষ পান্ডে৷ চটি পায়ে কেন? বিধায়কের জবাব, ‘‘এলাকায় উন্নয়নের জোয়ার বইয়ে দেওয়ার লক্ষ্যেই দুয়ারে দুয়ারে পৌঁচাচ্ছি।আমার বিধানসভা এলাকার বারোটি অঞ্চলেই এই কর্মসূচী চলবে। হ্যাঁ, চটি পায়েই ঘুরব৷’’