দলের ক্ষতি করছে ‘আইপ্যাক’! ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়ক খুললেন দলীয় পতাকা

দলের ক্ষতি করছে ‘আইপ্যাক’! ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়ক খুললেন দলীয় পতাকা

কোচবিহার: শুরুটা হয়েছিল লোকসভা নির্বাচনে৷ লোকসভার ফলাফল দেখে রাতারাতি ডাকা হয়েছি ‘ডাক্তার-বদ্যি’! শুরু হয়েছিল দলের শুদ্ধিকরণের চেষ্টা! কিন্তু, বিধানসভা নির্বাচন এগিয়ে আসতে না আসতেই এবার সেই ‘ডাক্তার-বদ্যি’র বিরুদ্ধেই সরাসরি বিদ্রোহ ঘোষণা দলের বড় নেতা৷ এমনিতেই বিধানসভা নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার শাসক দল তৃণমূল৷ কোচবিহার জেলা যার অন্যতম উদাহরণ৷ চরম গোষ্ঠী কোন্দলের আবহে এবার সরাসরি ‘আইপ্যাকে’র বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করলেন দলের গুরুত্বপূর্ণ বিধায়ক৷

সকাসরি ভোটগুরু প্রশান্ত কিশোরের সংস্থা ‘আইপ্যাকে’র বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী৷ ঠিকাদারি সংস্থা দিয়ে দল চালালে দলেরই ক্ষতি হবে৷ দলের কাজ কর্মীদের করা উচিত বলে সাফ জানিয়ে দিয়েছেন খোদ তৃণমূল বিধায়ক৷ ক্ষোভ এটতাই জমেছে, নিজের কার্যালয় থেকে খুলে দিয়েছেন দলীয় পতাকা৷ সংবাদমাধ্যমে তিনি সাফ জানিয়েছেন, ‘‘সংগঠনের কাজ সংগঠনের কর্মীরা করবে৷ আইপ্যাক নামক কোনও কন্ট্রাক্টর সংস্থা যদি দল পরিচালনা করে, নির্দেশ দেয়, তাহলে ভালো হবে না৷’’ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল বিধায়কের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

লোকসভা নির্বাচনের বিজেপির উত্থান দেখে রীতিমতো শঙ্কিত হয়ে উঠেছিল তৃণমূল৷ দলে হাল ধরতে তড়িঘড়ি ডাকা হয়েছিল ভোট কৌশলীকে৷ যিনি আবার নরেন্দ্র মোদী, নীতীশ কুমার, অরবিন্দ কেজরিওয়ালদের ভোটে জেতানোর মূল কারিগর৷ শোনা যায়, বিধানসভায় তৃণমূলকে ক্ষমতার চেয়ার ফিরিয়ে দিতে মোটা টাকার চুক্তি হয়েছে৷ ‘দিদিকে বলো’ কর্মসূচি মধ্য দিয়ে প্রথম রাজনৈতিক কর্মসূচি শুরু করেছিল প্রশান্তের সংস্থা  ‘আইপ্যাক’৷ বাংলা উপনির্বাচনেও বড় সাফল্য এনে দিয়েছিল তৃণমূলকে৷ কিন্তু আগামী বিধানসভা নির্বাচনের পরিস্থিতি কোন দিকে এগোবে, তা নিয়ে ইতিমধ্যেই দর-কষাকষি রয়েছে নানা মহলে৷ আর তার মধ্যেই সেই সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন দলের বিধায়ক৷ বিধায়কের এই মন্তব্য তাৎপর্য বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 2 =