হাওড়া: রাজনীতিতে ফের সৌজন্যের নজির গড়লেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়। হাওড়ার একসময়ের দোন্ডর্পপ্রতাপ সিপিএম নেতা স্বদেশ রঞ্জন চক্রবর্তীর বাড়িতে গিয়ে সৌজন্য বিনিময় করলেন তিনি। শুক্রবার সকালে মন্ত্রী অরূপ রায় উত্তর হাওড়ায় স্বদেশ রঞ্জন চক্রবর্তীর বাড়িতে যান। সেখানে আসেন উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীও।
স্বদেশবাবু কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখন তিনি সুস্থ থাকলেও অরূপবাবু তাঁর সুস্থতা কামনা করেন। দীর্ঘক্ষণ তাঁদের মধ্যে কথাবার্তা হয়। স্বদেশবাবু একাধারে যেমন বর্ষীয়ান বাম নেতা, তেমনই হাওড়া পুরসভায় দীর্ঘদিন মেয়র হিসেবেও তিনি আসীন ছিলেন। এর পাশাপাশি তিনি হাওড়ার সাংসদও ছিলেন। সৌজন্য বিনিময়ের পাশাপাশি এদিন হাওড়া পুরসভার বিষয় নিয়েও অনেক পরামর্শ দেন প্রবীণ এই বাম নেতা। স্বদেশবাবুর সুস্থতা কামনা করেন অরূপ রায়। রাজনীতিতে তাঁরা দু’জন দুই বিপরীত মেরুতে অবস্থান করলেও দুই যুযুধান রাজনৈতিক ব্যক্তির এই সৌজন্যতার তারিফ করেছেন সকলে।
এদিন অরূপ রায় বলেন, “স্বদেশদার বাড়িতে ওনাকে দেখতে গিয়েছিলাম। ওনার কিছুদিন আগে কোভিড হয়েছিল। এখন উনি ভালো আছেন। সুস্থ আছেন। এর আগেও বছর দুয়েক আগে ওনাকে দেখতে গিয়েছিলাম। আবার আজকে গেলাম। ওনার সুস্থতা কামনা করলাম। ওঁনার সঙ্গে অনেক আলোচনা করলাম। উনি কর্পোরেশন নিয়ে অনেক পরামর্শ দিলেন।”