একুশে জুলাইয়ের আগের রাতে হাবরায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি

একুশে জুলাইয়ের আগের রাতে হাবরায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি

 

হাবরা: রাতের অন্ধকারে তৃণমূল নেতা রাজীব সরকারকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার অভিযোগ। অল্পের জন্য রক্ষা পেলেন স্থানীয় তৃণমূল নেতা রাজীব সরকার। উত্তর ২৪ পরগনা জেলার  হাবরা থানার ঘোষপাড়া দু’নম্বর গ্রামে সেবা সংঘ স্কুলের সামনের ঘটনা৷ ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷

স্থানীয় সূত্রে জানা যায়, একুশে জুলাই উপলক্ষে স্থানীয় কিছু বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করবে৷ তাই মঙ্গলবার সন্ধ্যায় গ্রাম সেবা সংঘের স্কুলের সামনে লক্ষ্মী বিশ্বাসের বাড়িতে একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছিল৷ সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা রাজীব সরকার। মিটিং সেরে বেড়ানোর পরই রাজীবকে লক্ষ্য করে এক দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ৷

রাজীববাবুর কথায়, ‘‘রাস্তায় বের হতেই দেখি, একটি লম্বা টুপি পরা মানুষ আমার দিকে এগিয়ে আসছে৷ হঠাৎই কোমর থেকে বন্দুক বার করে৷ বিপদ বুঝতে পেরে তৎক্ষণাৎ লাফ মারি৷ দুষ্কৃতী গুলি চালিয়েছিল৷ তবে অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গিয়েছি৷’’ গুলির আওয়াজ শুনে আশেপাশের মানুষজন ছুটে আসেন৷ ততক্ষণে পালিয়ে যায় দুষ্কৃতী।  ঘটনাস্থলে যায় হাবড়া পুলিশ। কে বা কারা গুলি চালালো স্পষ্ট নয়৷ গোষ্ঠী কোন্দলের অভিযোগও উড়িয়ে দেওয়া হচ্ছে না৷ পুলিশ জানিয়েছে, তদন্তে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *