চাপড়া: পাড়ার চায়ের দোকানে ধারাল অস্ত্রের কোপে খুন তৃণমূল কর্মী। পুলিশ সূত্রের খবর, মৃত ওই কর্মীর নাম জাহানদার শেখ। রাজনৈতিক কারণেই খুন দাবি পরিবারের।
সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়ার লক্ষ্মীগাছা এলাকায়৷ ঘটনারা জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷ এলাকার জনবহুল বাজারের ভিতরে ঢুকে কিভাবে দুষ্কৃতীরা এক ব্যক্তিকে খুন করতে পারে, তা নিয়ে পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগে সরব হয়েছেন বাসিন্দারা৷
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রাতে বাড়ি থেকে পাশের গ্রামে লক্ষ্মীগাছা বাস স্ট্যান্ডের কাছে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন ওই তৃণমূল কর্মী৷ তখনই একদল দুষ্কৃতী পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে তাকে। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা যায়। মৃত তৃণমূল কর্মীর বাড়ি চাপড়া থানার বৃত্তিহুদা গ্রামে। খবর পেয়ে চাপড়া থানার পুলিশ মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে নিয়ে যায়।
পরিবারের দাবি, ১০ দিন আগে ওই তৃণমূল কর্মীকে খুন করার হতে পারে এমন সম্ভাবনার কথা জানিয়েছিল চাপড়া থানার পুলিশ। তারপরই রবিবার রাতে চায়ের দোকানে থাকার সময় ওই ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে দুষ্কৃতীরা কুপিয়ে খুন করায় প্রশ্নের মুখে পুলিশি ভূমিকা৷ ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বাজার এলাকার ভিতরে এক ব্যক্তিকে খুন করার ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ অবশ্য জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ এই ঘটনায় কারা যুক্ত রয়েছে এবং কেনই বা এই হত্যা কাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে৷ গোটা ঘটনার পিছনে তৃণমূলের অন্তর্কলহের তত্ত্ব তুলে ধরেছে বিজেপি৷