কাটমানির ৮ লক্ষ ১০ হাজার টাকা ফিরিয়ে দিলেন তৃণমূল নেতা!

কোচবিহার: তুফানগঞ্জ মহকুমার বারকোদালি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির মধ্যস্থতায় স্থানীয়দের থেকে নেওয়া কাটমানির টাকা ফিরিয়ে দিলেন তৃণমূল নেতা৷ বারকোদালি গ্রাম পঞ্চায়েতের ৯টি বুথের মধ্যে ১৫১, ১৫২, ১৫৩, ১৫৪, ১৬১, ১৬২ এই ৬টি বুথের মোট ৮৭ জনকে ৮ লক্ষ ১০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে বলে খবর৷ বারকোদালি পঞ্চানন প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া

কাটমানির ৮ লক্ষ ১০ হাজার টাকা ফিরিয়ে দিলেন তৃণমূল নেতা!

কোচবিহার: তুফানগঞ্জ মহকুমার বারকোদালি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির মধ্যস্থতায় স্থানীয়দের থেকে নেওয়া কাটমানির টাকা ফিরিয়ে দিলেন তৃণমূল নেতা৷ বারকোদালি গ্রাম পঞ্চায়েতের ৯টি বুথের মধ্যে ১৫১, ১৫২, ১৫৩, ১৫৪, ১৬১, ১৬২ এই ৬টি বুথের মোট ৮৭ জনকে ৮ লক্ষ ১০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে বলে খবর৷

বারকোদালি পঞ্চানন প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া টাকা ফিরিয়ে দেওয়া হয়৷ অভিযোগ, ওই এলাকার তৃণমূল নেতা নিখিলচন্দ্র রায় ও কার্তিক পাল দু’জন মিলে সরকারি ঘর দেওয়ার নাম করে ৮ থেকে ১০ হাজার টাকা করে নেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 6 =