মঙ্গলকোটে তৃণমূল নেতা খুন, অনুব্রতর ঘোষণার পরই গ্রেফতার ২

মঙ্গলকোটে তৃণমূল নেতা খুন, অনুব্রতর ঘোষণার পরই গ্রেফতার ২

5a3610fa38373e3d4b77ca41bcfa2631

 

কাটোয়া: মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাসকে খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ৷ ধৃতদের নাম, সাবুল শেখ ও সামু শেখ৷ পুলিশের দাবি, জেরায় ধৃতেরা নিজেদের দোষ কবুল করেছে৷ আজ বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হয়৷

বুধবার বিকেলে নিহত তৃণমূল নেতার বাড়িতে গিয়ে তৃণমূলের দাপুটে জেলা সভাপতি (বীরভূম) অনুব্রত মণ্ডল দাবি করেছিলেন, ‘‘আমি কথা দিয়ে যাচ্ছি, অসীমের খুনীদের আগামী তিনদিনের মধ্যে গ্রেফতার করা হবে৷’’ ঘটনাচক্রে অনুব্রতর ওই দাবির কিছু পরেই রাতের দিকে পুলিশের তরফে প্রথমে দাবি করা হয়, ওই খুনের ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে৷ পরে পুলিশের তরফে জানানো হয়, জেরায় ধৃতেরা নিজেদের দোষ স্বীকার করেছে৷ তাই তাদের গ্রেফতার করা হল৷ ঘটনায় জড়িত বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলকোটের লাখুড়িয়া অঞ্চলে তৃণমূলের দাপুটে সভাপতি হিসেবে পরিচিত ছিলেন অসীম দাসকে। সোমবার সন্ধ্যায় কাশেমনগর বাজার থেকে বাইকে করে তিনি বাড়ি ফিরছিলেন৷ আচমকায় তাঁর রাস্তা ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী৷ সামনে থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃণমূল নেতার৷

ঘটনার পর তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ করা হয়েছিল৷ অভিযোগ উড়িয়ে বিজেপির তরফে অবশ্য দাবি করা হয়েছিল, শাসকদলের গোষ্টী কোন্দলের জেরেই এই খুন৷ দলের দাপুটে নেতার খুনের ঘটনায় রাজ্যের তরফে গঠন করা হয় সিট (বিশেষ তদন্তকারী কমিটি)৷ তারপরই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ পুলিশের দাবি, বাকি অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে৷ শীগ্রই তাঁদের গ্রেফতার করা সম্ভব হবে৷ ধৃত, সাবুল এবং সামুর বাড়ি যথাক্রমে কল্যাণপুর এবং কোটালঘোষ এলাকায়৷ ধৃতদের আজ বৃহস্পতিবার কাটোয়া মহকুমা আদালতে তোলা হচ্ছে৷ নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানাচ্ছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *