Aajbikel

জয়নগরে তৃণমূল নেতা খুনে অভিযুক্ত দলেরই কর্মী! দাবি নিহত সহাবুদ্দিনের স্ত্রীর

 | 
সইফুদ্দিন

কলকাতা:  তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের খুনের ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর৷ নিহত তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর (৪৩) ছিলেন জয়নগরের বামনগাছি গ্রামের পঞ্চায়েতের সদস্য৷ তাঁর মৃত্যুর খবর ছড়াতেই এলাকায় উত্তেজনা ছড়ায়৷ এরই মধ্যে জানা যায়, সইফুদ্দিনকে খুনের অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে। সইফুদ্দিনকাণ্ডে ‘গণরোষে’র মুখে পড়ে খুন হন সহাবুদ্দিন শেখ৷ তিনিও তৃণমূলের কর্মী৷ এমনটাই দাবি নিহত ওই তৃণমূল নেতার স্ত্রীর। তাঁর অভিযোগ, সোমবার সকালে তৃণমূল নেতা সইফুদ্দিনের খুন হওয়ার খবর তাঁরা জানতে পারেন৷ এর পরেই তাঁদের বাড়িতে বেশ কয়েক জন লোক হানা দেয়। তাঁর সহাবুদ্দিনের কাছে জানতে চায়, এই খুনের পিছনে কাজের হাত আছে। কিন্তু, সেই প্রশ্নের জবাব শোনার আগেই সহাবুদ্দিনকে তারা বেধড়ক মারধর করতে শুরু করে৷ ওই মহিলার অভিযোগ, তাঁদের বাড়ির সামনেই পিটিয়ে মেরে ফেলা হয় তাঁর স্বামীকে।

Around The Web

Trending News

You May like