জল নামেনি কেন? বাসিন্দাদের ক্ষোভের মুখে তৃণমূলের কর্মাধ্যক্ষ

জল নামেনি কেন? বাসিন্দাদের ক্ষোভের মুখে তৃণমূলের কর্মাধ্যক্ষ

হাওড়া: চারদিন আগে থেমেছে বৃষ্টি৷ তবু রাস্তা থেকে নামেনি জমা জল৷ আর সেই ঘটনা পরিদর্শনে গিয়েই কার্যত বাসিন্দাদের হাতে ঘেরাও হতে হল তৃণমূলের জন প্রতিনিধিকে৷ হাওড়ার লিলুয়ার একসরা এলাকার ঘটনা৷ ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল হন তৃণমূলের স্থানীয় কর্মীরা। বৃষ্টির জমা জল না সরার ঘটনাকে কেন্দ্র করে এদিনের বিক্ষোভ পাল্টা বিক্ষোভকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে একসরা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, র‍্যাফ।

জানা গিয়েছে, একসরায় পশ্চিম জলার মাঠ এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন বালি জগাছা পঞ্চায়েত সমিতির তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ সুভাষ রায়। সে সময় জমা জল নিয়ে ক্ষোভ জানাতে গিয়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় কিছু মানুষ। ‘এতদিন কোথায় ছিলেন’, ‘নিকাশি সমস্যার সমাধান হয়নি কেন’ ইত্যাদি নানান প্রশ্ন তোলেন তাঁরা৷ বিক্ষোভের মুখে কার্যত অসহায় দেখায় তৃণমূলের জন প্রতিনিধিকে৷

এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই সেখানে ছুটে আসেন তৃণমূলের কর্মীরা। ঘটনার প্রতিবাদে তৃণমূল কর্মীরা সেখানে রাস্তা অবরোধ করেন। কোনা হাইরোডে অবরোধ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লিলুয়া থানার পুলিশ৷ পুলিশি হস্তক্ষেপে ওঠে অবরোধ৷ যদিও তৃণমূলের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, ‘‘জল জমার সমস্যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সুভাষবাবু যখন কথা বলছিলেন, তখনই কিছু লোক উত্তেজিত হয়ে তাঁর সঙ্গে ধাক্কাধাক্কির চেষ্টা করে।’’ ওই ঘটনার প্রতিবাদ জানাতেই তাঁরা রাস্তা অবরোধ শুরু করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =