ত্রাণ নিয়ে দুর্নীতি! কান ধরে ক্ষমা চাওয়া তৃণমূল নেতাকে বহিষ্কার

ত্রাণ নিয়ে দুর্নীতি! কান ধরে ক্ষমা চাওয়া তৃণমূল নেতাকে বহিষ্কার

ক্যানিং: আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণের টাকা নিয়ে দুর্নীতি৷ জনতার চাপে পড়ে কান ধরে ক্ষমাপ্রার্থনা করা তৃণমূল নেতাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল৷ ক্ষতিপূরণের টাকা তছরুপের অভিযোগ ওঠে তৃণমূল নেতা স্বপন ঘাটির বিরুদ্ধে৷ সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ব্যাপক হইচই পড়ে গিয়েছে৷ ঝড়ে বিধ্বস্ত মানুষের ত্রাণ নিয়েও তৃণমূলের দুর্নীতি প্রকাশ্যে আসতেই এবার উঠে পড়ে লাগল জেলা নেতৃত্ব৷ দল থেকে অভিযুক্ত নেতাকে বহিষ্কার করে ড্যামেজ কন্ট্রোলে চেষ্টা শুরু ঘাসফুল শিবিরে৷

মথুরাপুর ২ নম্বর ব্লকের নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা স্বপন ঘাটির বিরুদ্ধে ক্ষতিগ্রস্তদের টাকা আত্মসাতের অভিযোগ অভিযোগ তোলেন বাসিন্দারা৷ আজ সকালে স্থানীয়রা তাঁকে ঘিরে ধরেন একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আটকে রাখেন৷ স্থানীয় জনতারা পরে খবর দেয় পুলিশে৷ পরে অভিযুক্তকে উদ্ধার করে পুলিশ৷ মথুরাপুর ২ নম্বরের বিডিও ঘটনাস্থলে যান৷ বিডিওর উপস্থিততে জনতার সামনে কান ধরে নিজের দোষ কবুল করেন ওই তৃণমূল নেতা৷ জানান, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরণ নিয়ে দুর্নীতি করেছেন তিনি৷ এই ঘটনায় রাজ্য রাজনীতিতে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য৷ শুরু হয় বিতর্ক৷

এবার সেই বিতর্ক কমাতে কার্যত উঠে পড়ে মাঠে নামল তৃণমূল৷ অভিযুক্ত নেতার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে বহিস্কার করা হয়েছে৷ দুর্নীতির পর  স্থানীয়দের সামনে কান ধরে ক্ষমা চাওয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ তৃণমূল নেতার কান ধরে ক্ষমা চাওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পর অভিযুক্তকে বহিষ্কারের ঘোষণা করে তৃণমূল৷ একইসঙ্গে গত ২০ জুন হুগলি জেলার মনোজ কুমার সিং নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধেও একই রকম অভিযোগ ওঠায় বহিষ্কার করা হয়েছে৷ দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তৃণমূল নেতাদের বহিষ্কারের ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 16 =