‘তৃণমূল নেত্রী দুর্নীতিগ্রস্ত, ভাইপো বড় চোর’, ফের বিস্ফোরক সৌমিত্র খাঁ

‘তৃণমূল নেত্রী দুর্নীতিগ্রস্ত, ভাইপো বড় চোর’, ফের বিস্ফোরক সৌমিত্র খাঁ

নিজস্ব সংবাদদাতা, সাগর: দক্ষিণ ২৪ পরগনার সাগরে এসে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ৷ প্রকাশ্য সভা সৌমিত্রর হুঁশিয়ারি,  এবার ভোটে জিততে পারবেন না মন্টুরাম পাখিরা৷ তাঁর কথায়, কোনওদিন বিজেপিতে যোগ দেওয়ার জন্য হাত বাড়াবেন মন্টুরাম পাখিরাও৷ একইসঙ্গে সৌমিত্র বলেন বিজেপিতে নাম লেখানোর জন্য তৈরি ডায়মণ্ডহারবারের বিধায়কও৷ 

এদিন সভার পর সাংবাদিকদের মুখোমুখি হন সৌমিত্র খাঁ৷ সেখানে তাঁর বিস্ফোরক দাবি, ‘তৃণমূল নেত্রী দুর্নীতিগ্রস্ত ও তাঁর ভাইপো বড় চোর’৷ বুধবারের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রকাশ দাস সহ যুব মোর্চার অন্যান্য নেতৃত্বরা৷ এদিন প্রকাশ্য সভা থেকে লক্ষ্মীরতন শুক্লার মন্ত্রীত্ব ছাড়ার প্রসঙ্গ নিয়েও তোপ দাগেন সৌমিত্র৷ বলেন, ‘তৃণমূল ছেড়ে লক্ষ্মী চলে গেছে৷ তৃণমূল নেত্রীর জন্মদিনের দিনই পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছে লক্ষ্মীরতন শুক্লা৷ 

একইসঙ্গে সৌমিত্রর বার্তা, বিজেপিকে রুখতে হয়ত তাঁর ওপর আক্রমণও হতে পারে, কিন্তু তিনি ভয় পান না৷ জনসাধারণের উদ্দেশে সৌমিত্র বলেন, ভয় পাবেন না নিজেদের বাঁচতে নিজেদের অস্ত্র নিজেদের কাছে রাখুন৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 11 =