মালদহ: শেষ রক্ষে হল না৷ অবশেষে পুলিশের জালে অভিযুক্ত তৃণমূল নেতা৷ চোর সন্দেহে শিক্ষককে মারধর ও কুকুর লেলিয়ে দিয়ে আক্রান্ত করার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তথা প্রাক্তন কাউন্সিলার পরিতোষ চৌধুরী। তাঁকে গ্রেফতারের দাবিতে দফায় দফায় এ’কদিন হয়েছে বিক্ষোভ মিছিল। অবশেষে ঘটনার এক সপ্তাহ পর অভিযুক্ত নেতা গ্রেফতার হওয়ায় বাসিন্দারা বলছেন, এবার কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক৷
গত রবিবার মালদার ইংরেজবাজার শহরের মালঞ্চপল্লী এলাকায় সাইকেল চোর সন্দেহে এক আদিবাসী শিক্ষককে মারধর করার অভিযোগ ওঠে ৩নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর পরিতোষ চৌধুরী বিরুদ্ধে। ইংরেজবাজার থানায় অভিযোগ জানানোর পরও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে না পারায় জেলা আদিবাসীদের পক্ষ থেকে মালদহ শহরে বিক্ষোভ মিছিল করা হয়। সেই বিক্ষোভ মিছিলে তিন দিনের মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করার দাবি তুলেছিলেন আদিবাসীরা। প্রতিবাদ জানিয়েছিল একাধিক শিক্ষক সংগঠন৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ সোমবার সকালে মালদা টাউন স্টেশন থেকে মূল অভিযুক্ত তৃণমূল নেতা পরিতোষ চৌধুরীকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ মালদহ টাউন রেল স্টেশন থেকে পালানোর চেষ্টা করছিলেন অভিযুক্ত ওই তৃণমূল নেতা৷ সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। এদিনই তাকে মালদহ জেলা আদালতে পেশ করে চার দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। চোর সন্দেহে শিক্ষককে মারধরের ঘটনায় এখনও পর্যন্ত ইংরেজবাজার থানার পুলিশ মূল অভিযুক্ত সহ মোট তিন জনকে গ্রেফতার করেছে। তৃণমূল নেতার হাতে শিক্ষক আক্রান্ত হওয়ার ঘটনায় নিন্দার ঝড় ওঠে শিক্ষক মহলে৷ প্রতিবাদে সরব হয় শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ, মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি-সহ বেশ কিছু শিক্ষক সংগঠন৷ শিক্ষক সংগঠনের প্রতিবাদের পর ফেরার থাকা তৃণমূল নেতার গ্রেফতারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷