চাল চুরির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা

জংগলমহলের ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ব্লকের অন্তর্গত শিলদা গ্রাম পঞ্চায়েতের শুকজোড়া গ্রামের তৃণমূল নেতা কালোসোনা সিং এর বাড়ি থেকে গরীব মানুষের প্রাপ্য প্রায় ৪০ কুইন্টাল চাল এবং আরো অনেক কিছু গরীব মানুষের প্রাপ্য সামগ্রী আজ পুলিশ উদ্ধার করে বিনপুর থানার পুলিশ । আজ দুপুরে পুলিশ যখন কালোসোনা সিং এর বাড়িতে তল্লাশিতে যায় তখন কালোসোনা সিং কে

চাল চুরির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা

জংগলমহলের ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ব্লকের অন্তর্গত শিলদা গ্রাম পঞ্চায়েতের শুকজোড়া গ্রামের তৃণমূল নেতা কালোসোনা সিং এর বাড়ি থেকে গরীব মানুষের প্রাপ্য প্রায় ৪০ কুইন্টাল চাল এবং আরো অনেক কিছু গরীব মানুষের প্রাপ্য সামগ্রী আজ পুলিশ উদ্ধার করে বিনপুর থানার পুলিশ । আজ দুপুরে পুলিশ যখন কালোসোনা সিং এর বাড়িতে তল্লাশিতে যায় তখন কালোসোনা সিং কে বাড়িতে পাওয়া যায় নি । পুলিশ সমস্ত মাল সিজ করেছে । কালো সোনা কে চুরির দায় থেকে মুক্ত করতে শিলদার যুব তৃণমূল নেতা সন্দীপ সিং সহ কিছু তৃণমূল নেতা বেশ কিছু মদ নিয়ে আর এক তৃণমূল নেতা বুবাই মহাতর শরণাপন্ন হয়েছে এবং যাতে তৃণমূল বিধায়ক সুকুমার হাঁসদা সাহায্য পাওয়া যায় । স্থানীয় তৃণমূল নেতারা চাল মিলগুলির সাথে যোগোযোগ করছে চালান কাটানোর জন্য যাতে চুরির দায় থেকে বাঁচা যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =