দলকে দুর্নীতিমুক্ত করতে এবার কমপ্লেন বক্স চালু করল তৃণমূল

দলকে দুর্নীতিমুক্ত করতে এবার কমপ্লেন বক্স চালু করল তৃণমূল

fa4076290d42c95401e9e1a9c8c98049

 

নদিয়া: দলকে দুর্নীতিমুক্ত করতে তৎপর তৃণমূল। এবার দলের নিচু তলার থেকে উপর তলার কর্মীরা কোনওরকম দুর্নীতি করছে কিনা এবং সাধারণ মানুষ কি অভিযোগ করছেন তারই সমাধানে তৎপর হলেন দলের নদিয়ার নেতৃত্বরা৷ এজন্য বুধবার থেকে তাঁৎা অভিনব এক উদ্যোগ গ্রহণ করলেন৷

বুধবার নদিয়ার কৃষ্ণনগরে তৃণমূল জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক কমপ্লেন বক্সের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করা হল৷ কৃষ্ণনগর তৃণমূল জেলা সাংগঠনিক সভাপতি জয়ন্ত সাহা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে যেভাবে একের পর এক সাধারণ মানুষের জন্য কর্মযজ্ঞ করে চলেছে তারই ফলস্বরূপ বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করবে এ রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ অনুযায়ী দলের যারা নিচু তলার থেকে উপরে তলার কর্মী রয়েছে তারা যেন কোনওরকম দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকেন।

জয়ন্তবাবু বলেন, দলের প্রত্যেককে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে হবে৷ দলের সাংগঠনিক শক্তি বাড়াতে হবে৷ সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে হবে৷ তাই কোনও কর্মীর উপরে যদি অভিযোগ উঠে আসে, তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সেই কারণেই সাধারণ মানুষের অভাব অভিযোগ জানার জন্যই এই কমপ্লেন বক্সের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করা হল৷ সাধারণ মানুষ তাদের অভিযোগ লিখিতভাবে জানাতে পারবেন এই কমপ্লেন বক্সে। এরপর দলের শীর্ষ নেতৃত্বরা খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণ করবেন। যদিও বিষয়টিকে তীব্র কটাক্ষ করে গেরুয়া শিবিরের দাবি, আসলে জন সমর্থন চলে যাচ্ছে৷ তাই লোক ঠকানো কারবার শুরু করেছেন তৃণমূলের নেতারা৷ সবটাই আই ওয়াশ করার প্রক্রিয়া ছাড়া আর কিছু নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *