কলকাতা: রাজ্যে শেষ দফার ভোট চলাকালীন নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। ভোট শেষে করোনা পরিস্থিতিতে গণনা নিয়ে কমিশনে গেল রাজ্যের শাসক দল। গণনা চলাকালীন কমিশনের নয়া নিয়মাবলী নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বললেন তৃণমূল নেতা সৌগত রায়। তিনি জানালেন, “আমরা পোস্টাল ব্যালটের ভোট গণনা আগে করতে বলেছিলাম। এই নিয়ে কমিশন থেকে মৌখিক নির্দেশ দেওয়ার কথা জানানো হয়েছে।”
বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যে চলছে অষ্টম তথা শেষ দফার ভোট গ্রহণ। নির্বাচন হচ্ছে ৪ জেলার ৩৫টি বিধানসভা কেন্দ্রে। প্রত্যাশামতোই বারবার উত্তপ্ত হয়ে উঠছে বিভিন্ন এলাকা। এরই মাঝে গণনার নিয়মকানুন নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। এই দলে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সৌগত রায়, সুব্রত মুখোপাধ্যায় ও চন্দ্রিমা ভট্টাচার্য্য। কমিশনের দফতর থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হলেন তৃণমূলের নেতারা। সৌগত রায় জানালেন, “নতুন একটা নির্দেশ দিয়েছে। গণনার আগে পোলিং অফিসার ও কাউন্টিং এজেন্টদের কোভিড নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। এই নিয়ে আমরা জানিয়েছি কাউন্টিং এজেন্টদের পরীক্ষা করা হচ্ছে। কিন্তু পোলিং অফিসারদের পরীক্ষা করার মতো ব্যবস্থা নেই। তাই ওরা জানিয়েছে, কমিশন থেকে জেলাশাসক দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে সকলের পরীক্ষার ব্যবস্থা করার জন্য। প্রয়োজন হলে গণনা কেন্দ্রে সামনেও পরীক্ষার ব্যবস্থা করা যাবে। কমিশনের তরফে, ৩০ শতাংশ বহিরাগত কাউন্টিং এজেন্টের তালিকা জমা দিতে বলা হয়েছে।”
তৃণমূল নেতা আরও জানিয়েছেন, “মজার ব্যাপার হল এই যে, গণনার দিন রাজ্যে ২৩ থেকে ২৪ হাজার কেন্দ্রীয় বাহিনী থাকবেন। কিন্তু তাদের কারোরই কোনো রকম পরীক্ষা-নিরীক্ষা হবে না। কার করোনা রয়েছে আর কার নেই সে বিষয়ে কিছু জানা যাবে না। কেন্দ্রের নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রীয় বাহিনী নিয়ে যে নির্দেশিকা এসেছে সেখানে জওয়ানদের ভ্যাক্সিনেশন, rt-pcr পরীক্ষা নিয়ে কোনো নির্দেশ নেই।” সৌগত রায়ের দাবি, “কমিশন স্বীকার করেছে, নির্বাচন নজিরবিহীনভাবে শান্তিপূর্ণ হয়েছে। দিল্লির বড় বড় নেতারা বলছিলেন এখানে অনেক ঘটনা ঘটবে। কিন্তু শীতলকুচির ঘটনা বাদ দিলে এই ভোটে আর একটাও মৃত্যুর ঘটনা ঘটেনি।”