আমাকে হারাতে ৩০ কোটির বাজেট রেখেছে তৃণমূল: অধীর

বহরমপুর: “আমাকে হারাতে ৩০ কোটির বাজেট ধরেছে তৃণমূল, তাই নির্বাচন সাতের থেকে বেশি দফায় হলে খুশিই হতাম।” এ যেন বিজেপিকে হারাতে বিরোধী দলগুলির জোট নয়, লোকসভা ভোট এখানে কংগ্রেসকে হারাতে তৃণমূলের ষড়যন্ত্র। আগামী নির্বাচনকে ঠিক এভাবেই দেখছেন পোড় খাওয়া প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরি। এদিন তিনি রীতিমতো কটাক্ষ করে বলেন, সাত দফা নির্বাচ হতে চলেছে

আমাকে হারাতে ৩০ কোটির বাজেট রেখেছে তৃণমূল: অধীর

বহরমপুর: “আমাকে হারাতে ৩০ কোটির বাজেট ধরেছে তৃণমূল, তাই নির্বাচন সাতের থেকে বেশি দফায় হলে খুশিই হতাম।” এ যেন বিজেপিকে হারাতে বিরোধী দলগুলির জোট নয়, লোকসভা ভোট এখানে কংগ্রেসকে হারাতে তৃণমূলের ষড়যন্ত্র। আগামী নির্বাচনকে ঠিক এভাবেই দেখছেন পোড় খাওয়া প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরি। এদিন তিনি রীতিমতো কটাক্ষ করে বলেন, সাত দফা নির্বাচ হতে চলেছে এরাজ্যে, তবে সাতের বেশি হলেই খুশি হতাম, তাতে আর যাইহোক ভোট চুরির কৌশল অন্তত কমত। রাজ্যের পুলিশ প্রশাসনের উপরে একটুও ভরসা নেই। তারা অন্যায়ের সঙ্গে থাকে যে প্রতিবাদ করেন উলটে তাঁকেই হুমকি দেওয়া হয়।

এককথায় লোকসভা নিরবাচনেও তৃণমূলের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তিনি। তাঁর মতে গত পঞ্চায়েত নির্বাচনের মতোই আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে বুথ দখল থেকে শুরু করে সব ধরনের বেআইনি কাজ করতে পারে তৃণমূল। এদিন বহরমপুরে নিজের গড়ে বসেই এমন অভিযোগ আনলেন চৌধুরি সাহেব।

তাঁর দাবি, গত পঞ্চায়েত নির্বাচনে নিরঙ্কুশ জয় পেতে তৃণমূল জনমনে ত্রাসের সঞ্চার করেছিল। আর সেই হিংসার বলি হতে হয়েছে ৭০জনকে। এই বড়মাপের ক্ষতির বোঝা এখনও কমেনি বরং সেই সেই খুনখারাপির রেশ এখনও চলছে। গত পঞ্চায়েত নির্বাচনের সময়কার আতঙ্কের পরিবেশ আসন্ন লোকসভা ভোটের সময় ভয়াবহ আকার নেবে বলেই মনে করেন তিনি। উল্লেখ্য, এদিনই তৃণমূলের তরফে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে প্রার্থীদের নামের তালিকায় বড়সড় রদবদল যেমন চোখে পড়েছে তেমনই চমকেরও অন্ত নেই। এরই মধ্যে প্রদেশ নেতার বক্তব্য যেন জোটের হাওয়ার বিপরীত গতিকে কিছুটা হলেও বাড়িয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =