মালদহ: মালদহের জনসভা থেকে আক্রমণের ঝাঁঝ বাড়ালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ এদিন তাঁর মুখে উঠে এল ‘লাভ জিহাদ’ প্রসঙ্গ৷ তোপ দাগলেন গরু পাচার নিয়েও৷
আরও পড়ুন- ‘বাংলায় জয় শ্রীরাম স্লোগান রোখার চেষ্টা চলছে, বিরোধিতা হচ্ছে CAA-র, তোপ যোগীর
মঙ্গলবার মালদহের হাইভোল্টেড জনসভা থেকে যোগী আদিত্যনাথ বলেন, ‘‘মালদহে ‘লাভ জিহাদ’-এর ঘটনা ঘটছে৷ ‘লাভ জিহাদ’ রুখতে উত্তরপ্রদেশের আমরা আইন তৈরি করেছি৷ কিন্তু এখানে তুষ্টিকরণের রাজনীতি চলছে৷ তাই গরু পাচার আর লাভ জিহাদ রুখতে ব্যর্থ এ রাজ্যের সরকার৷’’ সেই সঙ্গে তাঁর হুঙ্কার, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে একদিনের মধ্যে বন্ধ করা হবে অবৈধ গো হত্যা৷ তিনি বলেন, যারা অবৈধ গোহত্যা এবং গরু চুরি করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে বিজেপি সরকার।
এছাড়াও এদিন আদিত্যনাথ বলেন, এখানে দুর্গা পুজো এবং ইদ একসঙ্গে পড়লে ইদকে গুরুত্ব দেওয়া হয়৷ বাংলায় দুর্গাপুজো করতেও বাধা দেওয়া হয়৷ এদিন উত্তর প্রদেশের উন্নয়নের খতিয়ানও তুলে ঝরেন তিনি৷ বলেন, গত তিন বছরের মধ্যে উত্তরপ্রদেশের ৪০ লক্ষ মানুষের মাথার উপর ছাদ পেয়েছে৷ মালদহে একজন গরিবেরও পাকা বাড়ি নেই৷ রাজ্যের অসহযোগিতাতেই পাকা বাড়ি হয়নি৷
আরও পড়ুন- ‘বাংলায় জয় শ্রীরাম স্লোগান রোখার চেষ্টা চলছে, বিরোধিতা হচ্ছে CAA-র, তোপ যোগীর
আদিত্যনাথের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‘লাভ জিহাদ নিয়ে কথা বলা আদিত্যনাথের মতো সাম্প্রদায়িক রাজনীতিবিদদেরই মানায়৷ ‘লাভ জিহাদ’ হল এই সাম্প্রদায়িক দলের আবিষ্কার করা একটা শব্দ৷ যদি কোনও মুসলিম, হিন্দু মেয়েকে প্রেম করে বিয়ে করেন, এমনকী যদি তাঁরা প্রাপ্ত বয়স্কও হয়ে থাকেন, তাহলেও তার নাম দেওয়া হচ্ছে লাভ জিহাদ৷ এটা ভারতবর্ষের সংবিধানের বিরোধী৷’’ তিনি বলেন, ভারতে প্রাপ্ত বয়স্কদের যে কোনও ধর্মের মানুষকে বিয়ে করার অধিকার আছে৷ যোগী আদিত্যনাথরা ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করতে চাইছে৷ আমরা এর ঘোর বিরোধী৷’’