বারাসত: বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য তথা অঞ্চল সভাপতি সেলিম শাহরিয়াকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল৷ শনিবার দুপুরে মধ্যমগ্রাম জেলা কেন্দ্রীয় কার্যালয়ে জেলা নেতৃত্বদের নিয়ে জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক এক বিশেষ বৈঠক ডেকেছিলেন৷ সেখানে বহিষ্কারের বিষয়টি নিয়ে আলোচনা হয়৷ তারপরই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান জ্যোতিপ্রিয়৷
বিধানসভা নির্বাচনে যেসব ব্লকে খারাপ ফলাফল হয়েছে সেই সব এলাকার নেতৃত্বদের নিয়েই ডাকা হয়েছিল বিশেষ বৈঠক। ওই বৈঠক শেষে জ্যোতিপ্রিয় বলেন, ‘‘দলে থাকতে গেলে দলের নীতি মেনে চলতে হবে৷ নতুবা তাড়িয়ে দেওয়া হবে তৃণমূল থেকে৷ সেলিম দলে থেকে বিজেপির হয়ে কাজ করছিলেন৷ ওর বিরুদ্ধে আসা অভিযোগ প্রমাণিত হওয়ার পরই ওকে দল থেকে তাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল৷’’ দল থেকে বহিষ্কৃত সেলিমের অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
জ্যোতিপ্রিয় বলেন, ‘‘তৃণমূলে কর্মীরাই আসল৷ সবাইকে এক সঙ্গে চলতে হবে৷ তৃণমূলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই৷ সামান্য দূরত্ব আছে যা আমরা আগামী দিনে দূর করে দেব। যারা বিজেপি থেকে তৃণমূলে আসতে চাইছেন তাঁদের সম্পর্কে স্থানীয় তৃনমূল কর্মীদের কোনও অভিযোগ থাকলে সেটা দলকে লিখে জানতে হবে। আর দলের উচ্চ নেতৃত্ব ঠিক করবেন কারা দলে আসবেন।” একই সঙ্গে তিনি জানান, ‘‘এজন্য আমরা বিশেষ কমিটি গড়েছি৷ সেই কমিটিই এবিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে৷’’
সূত্রের খবর, এবারের নির্বাচনে জেলার কোন এলাকায় খারাপ ফল হয়েছে তা নিয়ে আলোচনা হয়৷ বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা, গাইঘাটা এবং স্বরুপনগর বিধানসভার নেতৃত্বদের ডাকা হয়েছিল বৈঠকে৷ এর মধ্যে স্বরুপনগর বিধানসভা তৃণমূলের জয়ী আসন। বৈঠক শেষে বহিষ্কারের কথা ঘোষণা করেন রাজ্যের দাপুটে মন্ত্রী তথা মমতা ঘনিষ্ঠ জেলা সভাপতি৷