বিজেপির পথে হেঁটে সোশ্যাল মিডিয়ায় ঝাঁপাচ্ছে তৃণমূল! নেতাদের নির্দেশ!

বিজেপির পথে হেঁটে সোশ্যাল মিডিয়ায় ঝাঁপাচ্ছে তৃণমূল! নেতাদের নির্দেশ!

 

কলকাতা: বিজেপির পাশাপাশি এবার তৃণমূল কংগ্রেসও আসন্ন বিধানসভা ভোটে নজর কাড়তে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করতে চলেছে। আসন্ন বিধানসভা নির্বাচনে সামাজিক গণমাধ্যমকে যাতে আরও বেশি করে ব্যবহার করা যায় সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দেওয়া হয়েছে দলের সমস্ত বিধায়ক, সাংসদ ও জনপ্রতিনিধিদের।

শুক্রবার উত্তর কলকাতার একটি প্রেক্ষাগৃহে দলের তথ্যপ্রযুক্তি সেলের কর্মীদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে সরকারের বিভিন্ন সুরক্ষামূলক কর্মসূচিকে তুলে ধরে নির্বাচনের কাজে কীভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা যায়, সেই বিষয়টির উপর গুরুত্ব আরোপ করা হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দক্ষিণ কলকাতার তথ্যপ্রযুক্তি সেলের কর্মীদেরও এই প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর ধাপে ধাপে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই এই প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের।

প্রসঙ্গত, বাংলা সফরে এসে শুক্রবারই সায়েন্সসিটি অডিটোরিয়ামে বিজেপির সোশ্যাল মিডিয়া স্বেচ্ছাসেবকের সম্মেলনে সামাজিক গণমাধ্যমকে কাজে লাগানোর কথা ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার তরুণ প্রজন্মের ভোটব্যাঙ্কের দখল নিতে সোশ্যাল মিডিয়ার ব্যবহারের ওপর বিশেষ জোর দেওয়ার নির্দেশ দেন তিনি। অমিত জানান, “শুধুমাত্র উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে ভোটে জেতা যায় না। তাই আমাদের বুদ্ধিমত্তা এবং অভিনবত্বকে কাজে লাগাতে হবে। মোবাইল ফোনে প্রবেশ করে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − six =