৩৭ হাজার ভোটে জয়ী তৃণমূলের অনন্যা, জয়ী বিজেপি’র মীনাদেবী

৩৭ হাজার ভোটে জয়ী তৃণমূলের অনন্যা, জয়ী বিজেপি’র মীনাদেবী

কলকাতা: বিপুল ব্যবধানে জয়ী ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায়৷ ৩৭ হাজার ভোটে জয়ী হলেন তিনি৷ অন্যদিকে, ৭,৩৫১ ভোটে জয়ী হয়েছেন ৮৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মালা রায়৷ 

আরও পড়ুন- চায়ের দোকানে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব?

এছাড়াও ৬৩ নম্বর ওয়ার্ডে জয়ী সুস্মিতা ভট্টাচার্য চট্টোপাধ্যায়। ২০১৫ সালেও এই ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। ৬৪ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছে সাম্মি জাহান বেগম। ২০১৫ সালেও এই ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। ৮৩ নম্বর ওয়ার্ডে জয়ী প্রবীর কুমার মুখোপাধ্যায়। ১১৫ নম্বর ওয়ার্ডে জয়ী রত্না সুর। ১২২ নম্বর ওয়ার্ডে জয়ী সোমা চক্রবর্তী৷ ২০১৫ সালে সবকটি আসনেই জিতেছিল তৃণমূল৷  অন্যদিকে, ২২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত৷  ভোটের দিন তৃণমূলের আক্রান্ত হয়েছিলেন তিনি৷ ছিঁড়ে দেওয়া হয়েছিল তাঁর শাড়ি ও ব্লাউজ৷ উল্লেখ্য, ২০১৫ সালেও এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলেন মীনাদেবী৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − five =