পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বেড়াতে গেলেন তৃণমূলের প্রধান সহ কর্মীরা

বেড়াতে গিয়েছেন তৃণমূল প্রধান সহ পঞ্চায়েত কর্মীরা, বনগাঁর গোপালনগরে ৩ দিন ধরে পঞ্চায়েত অফিসে তালা। বনগাঁ মহকুমার গোপালনগরের চৌবেড়িয়া ১ পঞ্চায়েতের ঘটনা৷ অস্বস্তিতে পড়ে গোটা ঘটনার কথার অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ স্থানীয়দের অভিযোগ, গত সোমবার থেকে পঞ্চায়েত অফিসে তালা ঝুলে আমোদ ভ্রমণে যান তৃণমূল প্রধান সহ পঞ্চায়েত কর্মীরা৷ পঞ্চায়েত অফিস বন্ধ থাকার কারণে চূড়ান্ত

6f0a329af29327c2df840722887dfbed

পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বেড়াতে গেলেন তৃণমূলের প্রধান সহ কর্মীরা

বেড়াতে গিয়েছেন তৃণমূল প্রধান সহ পঞ্চায়েত কর্মীরা, বনগাঁর গোপালনগরে ৩ দিন ধরে পঞ্চায়েত অফিসে তালা। বনগাঁ মহকুমার গোপালনগরের চৌবেড়িয়া ১ পঞ্চায়েতের ঘটনা৷ অস্বস্তিতে পড়ে গোটা ঘটনার কথার অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷

স্থানীয়দের অভিযোগ, গত সোমবার থেকে পঞ্চায়েত অফিসে তালা ঝুলে আমোদ ভ্রমণে যান তৃণমূল প্রধান সহ পঞ্চায়েত কর্মীরা৷ পঞ্চায়েত অফিস বন্ধ থাকার কারণে চূড়ান্ত বিপাকে পড়েন স্থানীয়রা৷ পঞ্চায়েত অফিসে গিয়ে খালি হাতে ফিরতে বাধ্য হন স্থানীয়রা৷ গেল ঝাঁকিয়েও কোনও কর্মীরা দেখা না পেয়ে ফিরে যান তাঁরা৷ কিন্তু, সপ্তাহ শুরুর মাঝে অফিসে তালা ঝুলিয়ে আমোদ ভ্রমণে চলে যাওয়ার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে৷ বিতর্ক ধামাচাপা দিতেও উঠে পড়ে লেগেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ অভিযোগ, এমননিতেই বনগাঁর একশ্রেণির তৃণমূল নেতৃত্ব প্রায়ই আমোদ ভ্রমণে যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন৷ তাতে, পরিষেবা লাটে উঠলেও কিছুই এসে যায় না তাঁদের৷ বাড়িতে কিংবা দপ্তরে গিয়ে বেশভাগ সময়ে তাঁদের দেখা মেলে না বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *