এবার ভুয়ো ভোটার ধরল তৃণমূল, ভবানীপুর থানায় গেলেন প্রিয়াঙ্কা

এবার ভুয়ো ভোটার ধরল তৃণমূল, ভবানীপুর থানায় গেলেন প্রিয়াঙ্কা

কলকাতা:  ভবানীপুরে ফের ভুয়ো ভোটার৷ এবার হাতেনাতে ধরল তৃণমূল৷ অর্ডিনেটরের সঙ্গে বচসা বাধে এক যুবকের৷ তাঁকে ধাক্কা মারেন ওই কোঅর্ডিনেটর৷ এর পর ওই যুবক পালাতে গেলে তাঁকে ধাওয়া করে পুলিশ৷ তৃণমূলের অভিযোগ ওই যুবক বহিরাগত৷ এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে শরদ বোস রোড৷ 

আরও পড়ুন- মমতাকে ভোট দেওয়ার ছবি প্রকাশ! ছেলের জন্য বিতর্কে শোভনদেব

কল্যাণ চৌধুরীর অভিযোগ, পদ্মপুকুর মোড়ে তাঁর গাড়িতে হামলা চালায় বেশ কিছু দুষ্কৃতী৷ এদিকে কল্যাণ চৌবের সঙ্গে থাকা ব্যক্তির দিকে আঙুল তোলে তৃণমূল৷ তিনি কে? কী ভাবে সেখানে এলেন? পুলিশের সামনেই তাঁকে জেরা করতে শুরু করেন কোঅর্ডিনেটর৷ তাঁকে বহিরাগত দাবি করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ কেন বুথের সামনে এসে দাঁড়াবে, সেই প্রশ্নও তোলেন তৃণমূলের কোঅর্ডিনেটর৷ তিনি বলেন, তাঁরা এই বুথের ভোটার নন৷ 

এদিকে থানায় গেলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ বিজেপি কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে তিনি থানা গিয়েছেন বলে জানা গিয়েছে৷ আজ সকাল থেকেই বিট্টু নামে এক বিজেপি কর্মীকে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সঙ্গে ঘুরতে দেখা যাচ্ছিল৷ বিজেপি’র দাবি, খালসা স্কুলে ভুয়ো ভোটার ধরতে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তিনি৷ এর পর প্রিয়াঙ্কা যখন ৭৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বুথে ঘুরছিলেন৷ সেই সময় ৭০ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর অসীম বসুর নেতৃত্বে বেশ কয়েকজন বিট্টুকে ধরে মারধর করেন৷ পরে পুলিশ বিট্টুকেই গ্রেফতার করে থানায় নিয়ে আসে৷ এর পরেই থানায় পৌঁছন প্রিয়াঙ্কা৷ জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানানোর কথাও বলেন তিনি৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *