এলাকায় তোলাবাজি বন্ধের দাবিতে ৬ ঘণ্টা রাজ্য সড়ক অবরোধ তৃণমূলের

এলাকায় তোলাবাজি বন্ধের দাবিতে ৬ ঘণ্টা রাজ্য সড়ক অবরোধ তৃণমূলের

e7c2aa828996d0930148dd6a7cb024db

ইসলামপুর: এলাকায় লুটপাট ও তোলাবাজি বন্ধ করার দাবিতে দীর্ঘ সময় ধরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এক আধ ঘণ্টা নয়, অবরোধ চলল টানা ৬ ঘম্টা ধরে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন থেকেই গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দুটি গোষ্ঠী তৈরি হয়েছে। অভিযোগ, একটি গোষ্ঠী কিছু দুষ্কৃতীদের এনে এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে। এমনকি তাঁদের লাগাম ছাড়া তোলাবাজির জেরে গোবিন্দপুরে বেশ কিছু দোকান বন্ধ হয়ে গিয়েছে। এমনকি বাসিন্দাদের বাড়িতে রাতের অন্ধকারে ঘটছে লুঠপাটের ঘটনাও৷ এবিষয়ে পুলিশকে বারংবার লিখিত অভিযোগ জানিয়েও সমস্যার সুরাহা হয়নি৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নেতারা নিজেদের মধ্যে খাওয়া খাইয়ির জেরে এলাকায় গোষ্ঠী বাজি করছেন৷ তার জেরে এলাকার মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে৷ নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ৷

এরই প্রতিবাদে মঙ্গলবার তৃণমূলের একাংশ কর্মী রামগঞ্জ ভদ্রকালী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে৷ সকাল ১১টা থেকে শুরু হয় বিক্ষোভ৷ টানা প্রায় ছ’ঘণ্টা রাজ্য সড়ক অবরোধ করে রাখেন তাঁরা৷ অবরোধের জেরে সংশ্লিষ্ট সড়কে তীব্র যানজটও তৈরি হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ৷ পুলিশ কর্তাদের আশ্বাসের পর অবশেষে সন্ধ্যার মুখে অবরোধ প্রত্যাহার করেন বাসিন্দারা৷ তাঁদের দাবি, অবিলম্বে পুলিশ সক্রিয় না হলে তাঁরা ফের আন্দোলনে নামবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *