প্রাতঃভ্রমণে তর্জা, ‘এভাবে ত্রিপুরা কাপ জেতা যাবে?’ তৃণমূলের খোঁচায় দিলীপ মন্তব্য, ওখানে কী করতে গেছে?

প্রাতঃভ্রমণে তর্জা, ‘এভাবে ত্রিপুরা কাপ জেতা যাবে?’ তৃণমূলের খোঁচায় দিলীপ মন্তব্য, ওখানে কী করতে গেছে?

326831e3b315ef43a34d7ef57368f2b6

 কলকাতা: প্রতিদিনের মতো আজও রটিন মাফিক প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন দিলীপ ঘোষ৷ আর সেখানেই তৃণমূল কর্মীদের সঙ্গে তর্জায় জড়ালেন বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি৷ একে অপরকে বাক্যবাণে বিঁধলেন দুই পক্ষ৷ 

আরও পড়ুন- ত্রিপুরার আঁচ কলকাতায়, BJP-র সদর দফতরে লাগিয়ে দেওয়া হল মমতা-অভিষেকের ছবি!

সোমবার সকালে ‘খেলা হবে’ লেখা টিশার্ট পরে ইকো পার্কে হাঁটতে এসেছিলেন একদল তৃণমূল কর্মী৷ সেখানে আগে থেকেই দলবল নিয়ে শরীর চর্চা করছিলেন দিলীপ ঘোষ৷ মুখোমুখি হতেই এক অপরকে ‘গুড মর্নিং’ জানিয়ে সৌজন্য বিনিময়ে করেন দুই পক্ষ৷ তারপরেই ‘আসা বন্ধ করবে না, এই ভাবে আসতে থাকবে’ বলে তৃণমূল কর্মীদের পরামর্শ ছুঁড়ে দেন দিলীপ ঘোষ৷ তৃণমূল কর্মীদের পাল্টা খোঁচা, ‘এভাবে ত্রিপুরা কাপ জেতা যাবে?’ 

দিলীপ ঘোষের গরুর দুধে সোনা জেতার মন্তব্য নিয়েও এদিন ব্যঙ্গ করতে ছাড়লেন না তৃণমূল কর্মীরা৷ পুরনো মন্তব্যের রেশ টেনেই তৃণমূল কর্মীদের কটাক্ষ, ‘এই ভাবে গরুর দুধে সোনা পেলেই হবে৷’ পাল্টা দিলীপ ঘোষ বলেন, ‘খেলাটা সবাই বুঝতে পারছে৷ এখানে খেলা হচ্ছে, ওখানে কী করতে গেছে?’ তার পরেই দিলীপ ঘোষের দলে ওঠে হাসির রোল৷ কটাক্ষ পাল্টা কটাক্ষে জমে ওঠে তৃণমূল-বিজেপি’র মর্নিং ওয়াক৷ 

এদিন সায়নীর গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, “ওখানে গিয়ে চমকালে ধমকালে এটাই হবে।’’ তাঁর কথায়, “পুলিশ ঠিকই করেছে। ওখানে গিয়ে চমকালে ধমকালে তো এরকমই হবে। এত হিম্মত হয় কী করে? ওঁরা ভেবেছিল বাংলার পুলিশ। কিন্তু ওঁরা ত্রিপুরার পুলিশ৷ ওটা ডায়মন্ডহারবার বা কোচবিহার নয়।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *