‘ত্রাণ বিলিতে রাজনীতির রং’! কোথায় পক্ষপাতিত্ব প্রমাণ দিন, দিলীপকে পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের

‘ত্রাণ বিলিতে রাজনীতির রং’! কোথায় পক্ষপাতিত্ব প্রমাণ দিন, দিলীপকে পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের

0d7f14ae14c3d4688dedd266de1033be

কলকাতা: এবার ‘দুয়ারে ত্রাণ’ প্রকল্প নিয়ে তরজায় তৃণমূল-বিজেপি৷ বেছে বেছে তৃণমূল সমর্থকদের ত্রাণ দেওয়া হচ্ছে৷ ত্রাণ নিয়ে পক্ষপাতিত্ব করছে শাসক দল৷ এমনই অভিযোগ তুললেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ কোথায় হচ্ছে এই কাজ? প্রমাণ দিন৷ পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের৷ 

আরও পড়ুন- জল্পনা উস্কে শুভ্রাংশুর প্রশংসায় সৌগত, তবে কি ফের তৃণমূলে ফিরছেন মুকুল-পুত্র?

আম্পানের পর ত্রাণ দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলেছিল গেরুয়া শিবির৷ যা থেকে শিক্ষা নিয়ে যশ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়৷ ত্রাণ বিলি বণ্টনের দায়িত্ব কোনও নেতার হাতে তুলে দেননি তিনি৷ বরং দায়িত্ব দিয়েছেন আমলাদের হাতে৷ জানিয়েছেন, ক্ষতিপূরণের টাকা সরাসরি পৌঁছে দেওয়া হবে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে৷ সেইসঙ্গে দুয়ারে সরকার প্রকল্পের মতো দুয়ারে ত্রাণ প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু দুয়ারে ত্রাণ নিয়েও পক্ষপাতিত্বের অভিযোগ তুলল বিজেপি৷ নিরপেক্ষ ভাবে সকলের কাছে ত্রাণ পৌঁছচ্ছে না বলে দাবি বঙ্গ বিজেপি সভাপতির৷ 

দিলীপ ঘোষ বলেন, ‘‘ত্রাণ যেখানে পাঠানো হচ্ছে, সেখানে রাজনীতির রং দেখা হচ্ছে৷ বিজেপিকে ভোট দিয়েছে বলে চলে যেতে বলা হচ্ছে৷’’ তবে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূলও৷ সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, ‘‘কোথায় স্বজন পোষণ হচ্ছে প্রমাণ দিন৷ কোন এলাকায় কোন মানুষটি ত্রাণ পাচ্ছে না সেটা স্পষ্ট করতে হবে৷’’ অস্তিত্ব টিকিয়ে রাখতেই এই বক্তব্য৷ আত্ম সমালোচনা করুন৷ এমনই পরামর্শ তৃণমূল মুখপাত্রের৷ কুণাল ঘোষ বলেন, ‘‘দিলীপবাবু যা বলছেন, তা ভিত্তিহীন৷ অস্তিত্ব রক্ষা ও হতাশা থেকেই তিনি এ কথা বলছেন৷’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *