ভোটের আগে উত্তপ্ত বাংলা! তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র বেলুড়, গোষ্ঠীদ্বন্দ্বে তপ্ত বালুরঘাট

ভোটের আগে উত্তপ্ত বাংলা! তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র বেলুড়, গোষ্ঠীদ্বন্দ্বে তপ্ত বালুরঘাট

515df7c12afb78f5f6152f0a993be428

 

নিজস্ব সংবাদাদাতা: শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব হোক বা তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ৷ ভোটের আগে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ৷ বাদ গেল না নেতাজীর জন্মদিবসও৷ শনিবার সকালে হাওড়ার বেলুড় থানা এলাকার লিলুয়া মাতোয়ালা চৌরাস্তায় ছড়াল উত্তেজনা৷ তৃণমূল বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে রণক্ষেত্র হল হাওড়ার বেলুড়৷ এলাকায় জি টি রোডের উপরেই সকাল থেকে উত্তেজনা ছড়ায়৷ এমন কি গুলি চলেছে বলেও অভিযোগ৷ সংঘর্ষে দুপক্ষে শুরু হয় ইটবৃষ্টি৷

এলাকায় বেশ কয়েকটি বোমাও পড়েছে বলে খবর৷ শুধু তাই ভাঙচুর করে কয়েকটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে৷ পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয়েছে র‍্যাফ৷ যদিও গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ফের একবার উঠছে প্রশ্ন৷ শুক্রবার সন্ধ্যায়ে বেলুড়ে বিজেপি-র একটি সভায় পতাকা লাগানো নিয়ে ঘটনার সূত্রপাত৷ পতাকা লাগাতে গেলে বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের ওপর৷ সেই ঘটনার প্রতিবাদে এ দিন সকাল থেকে জি টি রোড অবরোধ করেন বিজেপি সমর্থকরা৷ অভিযোগ, অবরোধ চলাকালীনই বিজেপি কর্মী সমর্থকদের উপরে বাঁশ, লাঠি নিয়ে হামলা চালান তৃণমূল সমর্থকরা৷ এদিকে তৃণমূলের অভিযোগ,  আজ সকালে তৃণমূলের মন্ডল সভাপতি ও এক কনভেনরের উপর হামলা চালানো হয়।

বিজেপির দাবি, তাদের ৩ জন নেতা আহত হয়েছে এই সংঘর্ষে৷ এদিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার উত্তরবঙ্গ৷ দক্ষিন দিনাজপুরের গংগারামপুরে গত মঙ্গলবার তৃণমূলের দুই গোষ্টীর সংঘর্ষে প্রান গেছে দুই পক্ষের দুই জনের। এরপর ফের বালুরঘাট কলেজের তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে উত্তপ্ত এলাকা৷ শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষই বালুরঘাট থানায় অভিযোগ জানাতে গেলে ফের শুরু হয় গন্ডগোল৷ থানার মধ্যেই জমায়েত হতে করতে তৃণমূল ছাত্র পরিষদের আর এক গোষ্ঠী । পুলিশের সঙ্গে চলে দীর্ঘ বাদানুবাদ। এরপরই হঠাৎ পুলিশ মারমুখী হয়ে ওঠে তারা। থানার সামনে ঘটনাকে কেন্দ্র করে রীতিমত ছড়ায় চাঞ্চল্য৷ 

বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন জেলায় সংঘর্ষ, গণ্ডগোল, শাসক-বিরোধী বচসার জেরে উত্তপ্ত বাংলা৷ নির্বাচন কমিশন এসে কড়া বার্তা দিয়ে গেছে যে শান্তিপূর্ণ ভোট করানোর জন্য তারা বদ্ধপরিকর৷ প্রশ্ন উঠছে যেখানে নির্বাচনের আগের অবস্থাই এরকম সেখানে ভোটের সময় ঠিক কী হবে বাংলার পরিস্থিতি? প্রশ্ন উঠছে যারা বাংলায় শান্তি আনার প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের মানুষ ভরসা করবে তো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *