শুরু থেকেই এগিয়ে তৃণমূল ও বামেরা, শান্তিপুরে চলছে দেওয়াল দখলের লড়াই

শুরু থেকেই এগিয়ে তৃণমূল ও বামেরা, শান্তিপুরে চলছে দেওয়াল দখলের লড়াই

নদীয়া: শুরু হয়ে গিয়েছে বাঙালীর সেরা উৎসব দুর্গা পুজো৷ এদিকে চৌকাঠে হাজির ভোট৷ তাই পুজোর উৎসবের সঙ্গেই চলছে ভোটের প্রস্তুতিও৷ নদীয়া জেলার শান্তিপুর বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে দেয়াল লিখনে ব্যস্ত তৃণমূল ও সিপিএম। ইতিমধ্যে শুধু দেওয়াল লিখন নয়, দেওয়ালের দখল নেওয়াকে কেন্দ্র করেও দু’দলের মধ্যে লড়াই শুরু হয়ে গিয়েছে৷

শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি৷ লড়াইয়ের ময়দানে একে অপরকে টেক্কা দিতে তৈরি তৃণমূল ও সিপিএম। যদিও শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের চতুর্মুখী লড়াই হতে চলেছে৷ তবে বিজেপি ও কংগ্রেসকে এখনও পর্যন্ত মাঠে নামতে দেখা যায়নি। সেদিক থেকে দেখতে গেলে লড়াইয়ের ময়দানে শুরু থেকেই বিজেপির চেয়ে এগিয়ে রয়েছে শাসকদল তৃণমূল এবং ক্রমেই ক্ষয়িষ্ণু হতে বসা সিপিএম৷

নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই সিপিএম ও তৃণমূল ভোট প্রচার থেকে শুরু করে দেয়াল লিখন কর্মসূচি শুরু করে দিয়েছে। শনিবার শান্তিপুর ৯ নম্বর ওয়ার্ডে প্রায় ২৫টি দেওয়াল লিখল সিপিএম, পাশাপাশি শান্তিপুর ১৩ নম্বর ওয়ার্ডের একাধিক দেওয়াল লিখনের কর্মসূচি পালন করল তৃণমূল। তবে শান্তিপুর বিধানসভার উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই থাকবে কি সিপিএম ও তৃণমূলের? নাকি বিজেপি ও কংগ্রেসেও লড়াইয়ের ময়দানে টেক্কা দেবে। বিজেপি নেতৃত্বরা অবশ্য ‘ওস্তাদের মার শেষ রাতে’ মনে করিয়ে দিয়ে দাবি করেছেন, তৃণমূল যতই দেওয়াল লিখুক না কেন, শান্তিপুরের মানুষ থাকবে তাঁদেরই সঙ্গে৷ সবমিলিয়ে শান্তিপুর বিধানসভার উপনির্বাচনে কার জয় হবে তা জানতে এখন শুধু সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + five =