বিধি উড়িয়ে রাজ্যজুড়ে বিজয়োৎসবে মাতলেন তৃণমূল কর্মীরা

বিধি উড়িয়ে রাজ্যজুড়ে বিজয়োৎসবে মাতলেন তৃণমূল কর্মীরা

কলকাতা: এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি৷ ইতিমধ্যে ৪০ হাজারের ব্যবধানে এগিয়ে তৃণমূল নেত্রী৷ স্বভাবতই ভবানীপুর থেকে লালগড়, উৎসবে মাতলেন তৃণমূল নেতা, কর্মী, সমর্থকেরা৷ যদিও কোভিড বিধি মেনে চলার কড়া হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী৷ কমিশনের তরফেও জানানো হয়েছে, কোনও ধরণের বিজয় মিছিল করা যাবে না৷ তবু ব্যবধান বৃদ্ধি পেতেই মালদহ থেকে মেদিনীপুর, জেলায় জেলায় কর্মীদের আবির উড়িয়ে বিজয়োৎসবে মাততে দেখা গিয়েছে৷

রবিবার সকাল ন’টায় মালদা শহরে তৃণমূল কর্মীরা সবুজ আবির খেলার সঙ্গে বাজি ফাটিয়ে মেতে উঠলেন৷ ঢাকের বাজনার তালে হল নাচও৷ প্রসঙ্গত, ভবানীপুরে জয়ের বিষয়ে গোড়া থেকেই ১০০ শতাংশ আত্মবিশ্বাসী ছিল তৃণমূল৷ মালদহের মতোই উচ্ছ্বাস, উদ্দীপনার ছবি উঠে এসেছে দুই মেদিনীপুর, বাঁকুড়া সহ জেলায় জেলায়৷ বহু এলাকায় তৃণমূলের নেতা, কর্মীদের রীতিমতো মিষ্টি বিলিয়ে খুশিতে মাততে দেখা গিয়েছে৷

প্রসঙ্গত, একুশের নির্বাচনে দল জিতলেও নেত্রীর নিজের জয় অধরায় ছিল৷ অবশেষে আজ ছিল সেই মাহেন্দ্রক্ষণ৷ ফলাফলের গতিপ্রকৃতি থেকে একটা বিষয় স্পষ্ট যে বিরাট ব্যবধানে জিততে চলেছেন নেত্রী৷ এরপরই আর সময় দেরি করতে চাননি কর্মীরা৷ বিরাট ব্যবধানে জিতছেন ধরে নিয়েই ভবানীপুর থেকে লালগড়, কলকাতা থেকে মফঃস্বল সর্বত্র বিজয়োৎসবের ছবি উঠে এসেছে৷

যার জেরে আচমকায় জেলায় জেলায় সবুজ আবিরের চাহিদা বৃদ্ধি পেয়েছে৷ দলীয় সূত্রের খবর, অফিসিয়ালি কর্মীদের বিজয়োৎসবে না করার জন্য পরামর্শ দেওয়া হলেও আদতে আবেগপ্রবণ কর্মীরা দিদির জয়ের সংবাদ শোনার পর কিছুটা উচ্ছ্বাস দেখাবেনই৷ তবে কোভিড বিধি মেনে সবটাই যেন হয়, সেদিকে জেলায় জেলায় নিদের্শ পৌঁছেছে নেতৃত্বদের কাছে৷ কিন্তু আবেগ কি কখনও কোনও বেড়াজাল মেনে চলেছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − two =