মা দুর্গাকে ‘অপমান’, দিলীপ ঘোষের প্রায়শ্চিত্ত হিসেবে মস্তক মুণ্ডন করলেন তৃণমূল কর্মীরা

মা দুর্গাকে ‘অপমান’, দিলীপ ঘোষের প্রায়শ্চিত্ত হিসেবে মস্তক মুণ্ডন করলেন তৃণমূল কর্মীরা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: মা দুর্গাকে অপমান, দিলীপ ঘোষের প্রায়শ্চিত্ত হিসেবে মস্তক মুণ্ডন করলেন তৃণমূল কর্মীরা৷ সম্প্রতি দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন, “রামের ১৪ জন পূর্বপুরুষের নাম বলে দেওয়া যায়। দুর্গার পূর্বপুরুষ আছে কি?” একইসঙ্গে রক্তমাংসের মানুষ হিসেবে রাজনীতিতে রাম অনেক বেশি প্রাসঙ্গিক বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু গেরুয়া নেতার এই বক্তব্যের পরই ওঠে বিতর্কের ঝড়। এহেন মন্তব্যে কড়া সমালোচনা করে তৃণমূল কংগ্রেস। দিলীপ ঘোষের মন্তব্যের অভিনব প্রতিবাদটি এদিন দেখা গেছে শ্রীরামপুরের রাধাঘাট এলাকার দুর্গামণ্ডপের সামনে।

শনিবার কুলপি থেকে দিলীপের এহেন মন্তব্যে তোপ দেগে মহিষাসুর বধেরও হুমকি দেন ডায়মণ্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আর এদিন এক অভিনব প্রতিবাদের সাক্ষী থাকল শ্রীরামপুরের রাধাঘাট এলাকা৷ মা দুর্গাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে দেবীর ‘অপমান’ করেছেন গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এদিন এমনটাই দাবি করেছেন শ্রীরামপুর এলাকার তৃণমূলকার্মীরা। শুধু তাই নয়, এই অপমানের প্রতিবাদে তৃণমূলের ১০ জন কর্মী মস্তক মুণ্ডন করেছেন বলেও জানা গেছে সূত্রের খবরে। রাজনৈতিক বিরোধিতার জেরে এহেন কাণ্ড ঘটানোয় রীতিমতো অভিভূত হয়েছেন এলাকাবাসী। 

বিরোধী দলনেতার ‘পাপের প্রায়শ্চিত্ত’ হিসেবেই মস্তক মুণ্ডন করেছেন বলে জানিয়েছেন ওই ১০ তৃণমূলকর্মী। তাঁরা স্বেচ্ছায় এই কাজ করেছেন। দিলীপ বাবুর মন্তব্যে মা দুর্গাই শুধু নন, তাঁদের মতে অপমানিত হয়েছেন সমগ্র নারীজাতি। এদিকে দুর্গাকে নিয়ে তৃণমূলের তরফে এই প্রতিক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি করেছে গেরুয়া শিবির। যাঁরা মহরমের জন্য দুর্গাপুজোর বিসর্জনে বাধা দেয়, তাঁদের মুখে মা দুর্গার অপমানের কথা মানায় না বলেই দাবি বঙ্গ বিজেপির।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =