নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: তাঁকে বিশ্বাসঘাতক বলে দাগিয়ে দিয়েছে তৃণমূল৷ মীরজাফরের সঙ্গে করা হয়েছে তুলনা৷ এবার বনগাঁয় পড়ল বাংলার মীরজাফর লেখা শুভেন্দু অধিকারীর ফ্লেক্স৷ তাতে জুতোর মালা পরালো তৃণমূলের নেতা কর্মীরা৷ এরপর সেই ফ্লেক্সে লাগিয়ে দেওয়া হল আগুন৷ বনগাঁ ধর্ম পুকুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার চাঁদা বাজারে কেন্দ্রীয় কালা আইনের বিরুদ্ধে একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছিল। সেই বিক্ষোভ সভাতেই সদ্য তৃণমূল ছেড়ে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর বাংলার মীরজাফর লেখা ছবিতে জুতোর মালা পরিয়ে আগুন ধরিয়ে দেয় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা l
এই বিষয়ে বনগাঁ গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নন্দদুলাল বসু বলেন, শনিবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের সমস্ত রকম ক্ষমতা ভোগ করে সাম্প্রদায়িক দল বিজেপিতে যোগ দিয়েছেন l তার প্রতিবাদে ক্ষুব্দ তৃণমূল সমর্থকরা এই কর্মসূচি গ্রহণ করেছে l তিনি আরও বলেন, বাংলার সাধারন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে l ২০২১ তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন বলেও দাবি করেন তিনি l
এদিকে শনিবার বিজেপিতে যোগ দিতেই শুভেন্দু অধিকারীর পোস্টারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানো শুরু করেন শাসক দলের ছাত্র সংগঠনের সদস্যরা। শনিবার মালদার চাঁচলে টিএমসিপি ছাত্রনেতারা ক্ষোভ উগরে শুভেন্দু অধিকারীর ছবি ও পোস্টার পুড়িয়ে বিক্ষোভ দেখান। সেই একই ছবি রবিবার দেখা গেল বনগাঁয়৷