‘রাজ্যে শিশুদের ধর্ষণ করছে তৃণমূলের কর্মী-সমর্থকেরা’! বিস্ফোরক দাবি বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

‘রাজ্যে শিশুদের ধর্ষণ করছে তৃণমূলের কর্মী-সমর্থকেরা’! বিস্ফোরক দাবি বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

 

তমলুক: রাজ্যের নানা জায়গায় শিশুদের ধর্ষণ করা হচ্ছে৷ ধর্ষণ করছে তৃণমূলের কর্মী-সমর্থকেরা৷ বিস্ফোরক দাবি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের৷ মঙ্গলবার তমলুকের জেলা শাসকের দফতর ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়েছিলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভাপতি অগ্নিমিত্রা পাল। সেখানে রাজ্যের নারী সুরক্ষা নিয়ে তৃণমূলকে বিঁধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি৷ বিজেপি নেত্রীর দাবি, মালদা থেকে তারকেশ্বর রাজ্যের নানা জায়গায় শিশুদের ধর্ষণ করা হচ্ছে৷ কারা ধর্ষণ করছে জানেন? বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূল পার্টির কর্মী ও সমর্থকেরা৷ 

সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে অগ্নিমিত্রা বলেন, দিদি সকলকে বলে দিয়েছে আমি তোদের চাকরি দিতে পারিনি তো তোদের তো এন্টারটেইমেন্ট দরকার৷ শরীর যখন গরম হয়ে যাবে তোরা গিয়ে ধর্ষণ করবি৷ তোরা ধর্ষণ কর আর আমি মহিলাদের ক্ষতিপূরণের টাকা দিয়ে দেব৷ তিনি আরও বলেন, এখানে তো চাকরি নেই তাই ধর্ষণটাও একটা শিল্পের মধ্যে চলে এসেছে। বিজেপি নেত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০ বছর ধরে যে অন্যায় করে চলেছেন তার হিসেব ইঞ্চিতে ইঞ্চিতে নিতে হবে৷ প্রতিশোধ চাই৷ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ধর্ষিত হতে পারব না৷ 

এরপর মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প দুয়ারে দুয়ারে সরকার নিয়েও তোপ দাগেন অগ্নিমিত্রা পল৷ তিনি বলেন, দিদিমণি লোকেরা যখন বাড়িতে বাড়িতে যাবেন তাদের আপনারা জিজ্ঞাসা করবেন দিদিমণি আমাদের সুরক্ষা দিতে পারছেন না কেন? এরপর ধর্ষণ নিয়ে বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী আরও বলেন, সব পুলিশ খারাপ নয়, তবে কিছু পুলিশ গোটা সিস্টেমকে খারাপ করে দিয়েছে৷ পুলিশের সঙ্গে তলায় তলায় সেটলমেন্ট চলছে৷ পুলিশকে বলে দেওয়া হচ্ছে কোনও ধর্ষণের কেস এলে ধরবে না৷ এরপর জগদ্দলের আধিবাসী তরুণীর আত্মহত্যার প্রসঙ্গও তুলে ধরেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =