কলকাতা: আলিপুরদুয়ারের ডিএম নিখিল নির্মলকে সরানো হল। তাঁর স্থলাভিষিক্ত হলেন শুভাঞ্জন দাস। নিখিল নির্মলকে আদিবাসী উন্নয়ন পর্ষদ দপ্তরে বদলি করা হল। অন্যদিকে মহুয়া বন্দ্যোপাধ্যায় হলেন স্বাস্থ্য দপ্তরের সচিব এবং নন্দনের সিইও হলেন মিত্র চট্টোপাধ্যায়৷
অন্যদিকে, আলিপুরদুয়ারের তৎকালীন ডিএম নিখিল নির্মলের হাতে যুবক বিনোদ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ডিএম পত্নী নন্দিনী কৃষ্ণণ৷ তাঁর অভিযোগ, অভিযুক্ত ওই যুবর তাকে মারধর করেছেন৷ ফালাকাটা থানায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে৷ কিন্তু, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পর কেন অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের করা হল তা নিয়েও উঠছে প্রশ্ন৷